হাওড়ায় বিরোধীদের চতুর্থবার গোল দিয়ে জয়ী প্রসূন
কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ
কলকাতা ময়দানের মিডফিল্ডার রাজনীতির ময়দানে একটানা চতুর্থবার জয় ছিনিয়ে নিলেন। ‘অর্জুন’ পুরস্কারপ্রাপ্ত প্রসূন ব্যানার্জি ২০২৪ লোকসভা ভোটেও হাওড়ায় বিশাল জয় এনে দিলেন। ঘাসফুলের দুরন্ত গতির সামনে ছত্রখান বিরোধীরা। নিজের আগের রেকর্ডও ভাঙলেন হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি।
হাওড়া কখনও কংগ্রেস, কখনও সিপিএম জয়ী হয়েছে। তবে সেসব এখন অতীত। ২০০৯ থেকে ২০২৪ হাওড়ায় একটানা জয় পেল তৃণমূল। মঙ্গলবার সকাল থেকে জগাছায় ভোটগণনা কেন্দ্রের বাইরে তৃণমূলের কর্মীদের ভিড় ছিল চোখে পোড়ার মতন। প্রথম রাউন্ড থেকেই প্রসূন এগোতে থেকে। বেলা গড়াতেই হাজারো জোড়া ফুলের কর্মী-সমর্থকদের শুরু হয়ে যায় নাচ, দিকে দিকে উড়লো সবুজ আবীর। কোনা এক্সপ্রেসওয়ের কাছে দাঁড়িয়েছিলেন শতাধিক তৃণমূল সমর্থকরা। ওঁদের কথায়, “গ্ল্যামারের ছটা নয়, ধর্মের রাজনীতি নয়, হাওড়া চায় শিল্প, হাওড়া চায় উন্নয়ন। ধীরে ধীরে হাওড়া শহর উন্নয়নে মুড়ছে। পোড়খাওয়া রাজনীতিবিদ না হয়েও প্রসূনদা দেখিয়েদিলেন কীভাবে লড়াইয়ে জিতে আসতে হয়।”
মঙ্গলবার বিকেলে কর্মীদের নিয়ে কেক কাটেন। প্রসূনের কথায়, চতুর্থবার আমাকে জেতানোর জন্য শুভেচ্ছা জানাই হাওড়াবাসীদের। মানুষ আমার সঙ্গে আছে বলেই চতুর্থবার জয়লাভ করেছি। আমি মানুষের জন্য কাজ করে এসেছি। মানুষের পাশে থেকেই কাজ করতে চাই। ত্রিশ বছর ধরে যা যা করা যায়নি তা করে দেখাব। সাঁতরাগাছি আন্ডারপাস আমি করব। এতে করে প্রায় দশ লক্ষ মানুষ উপকৃত হবে।”
প্রসূনের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন পেশায় চিকিৎসক রথীন চক্রবর্তী। এবং বামেদের সব্যসাচী চট্টোপাধ্যায়। হাওড়াবাসী কাকে রায় দেয় সেদিকেই সকাল থেকে নজর ছিল। মঙ্গলবার দুপুর থেকে স্পষ্ট হয়ে যায়। চতুর্থবার প্রতিপক্ষকে ‘গোল’ দিচ্ছেন প্রাক্তন ফুটবলার প্রসূন। এক লক্ষ উনসত্তর হাজারের বেশি ভোটে জয়যুক্ত হয়েছেন তিনি। হাওড়া উত্তর, হাওড়া মধ্য, হাওড়া দক্ষিণ, শিবপুর, সাঁকরাইল এবং পাঁচলা সবকটি বিধানসভা থেকেই লিড পেয়েছেন তিনি এমনটাই জানা যাচ্ছে। তবে সন্ধে অবধি সমস্ত তথ্য পাওয়া যায়নি। ১লক্ষ উনসত্তর হাজারের বেশি ভোটে জয়ী হলেন প্রসূন ব্যানার্জি। দ্বিতীয় স্থানে থাকা রথীন চক্রবর্তী তৃতীয় বামপ্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়।