আরামবাগ দিয়ে লোকসভার দামামা বাজাবেন প্রধানমন্ত্রী, পাল্টা ব্রিগেডে মেগা সভা তৃণমূলের

কল্যাণ অধিকারী

লোকসভা ভোটের দামামা বাজাতে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১ মার্চ আরামবাগে জনসভার মধ্য দিয়েই দলীয় কর্মী ও নেতাদের বাংলার ৪২ আসনে লড়াইয়ের কৌশল দেবেন মনে করছে পদ্ম শিবির। একি সঙ্গে আরামবাগ দখলের বার্তা দিতে পারেন মত বিশেষজ্ঞদের একাংশের।

প্রধানমন্ত্রীর সফরের পরেই ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন সভা’। বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিয়ে ব্রিগেড চলো শ্লোগান তুলছেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার সর্বত্র দেখা দিচ্ছে। লোকসভা ভোটের মুখে সন্দেশখালি নিয়ে কি বার্তা ব্রিগেড থেকে দেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন আরামবাগ, কৃষ্ণনগর এবং বারাসত সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর বার্তার জবাব মেগা সভা থেকে দেবেন দলের কাণ্ডারি এবং সেনাপতি।

অমিত শাহ, জেপি নাড্ডা নয় বঙ্গে ৪২ আসনে ঘাসফুলকে টক্কর দিতে প্রচারের শুরুতেই আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে তিন সভা করবেন তিনি। তবে আরামবাগ দিয়ে সভার শুরু মধ্যে অন্য অঙ্ক দেখছেন রাজনীতির কারবারিরা। আরামবাগে সাড়ে তিন লক্ষের ব্যবধান কমিয়ে ১১৪২ ভোটে জেতেন তৃণমূলের অপরূপা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী তপন রায়। এবার ওই আসনটি ছিনিয়ে নিতে মোদীকে দিয়ে সভা করাচ্ছে পদ্ম শিবির।

প্রধানমন্ত্রীর সভা ঘিরে অপরূপা সংবাদমাধ্যমে জানান, ‘‘প্রধানমন্ত্রী আরামবাগে আসবেন তাঁকে স্বাগত। কিন্তু যখন বন্যায় আরামবাগ ভেসে যায়, তখন প্রধানমন্ত্রীকে পাওয়া যায় না। তখন মানুষের পাশে থাকেন মমতাময়ী মুখ্যমন্ত্রীই।” প্রধানমন্ত্রী যে তিন সংসদীয় ক্ষেত্রে সভা করবেন ওই তিন কেন্দ্রে রয়েছেন তৃণমূলের তিন মহিলা সাংসদ। কৃষ্ণনগরের মহুয়া মৈত্র (এথিক্স কমিটির সুপারিশে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হয়েছে ), বারাসতে কাকলি ঘোষ দস্তিদার এবং আরামবাগে অপরূপা পোদ্দার।

সংগৃহীত ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *