লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা

রাজন্যা নিউজ ব্যুরো

লোকসভার সাংসদ হিসেবে বৃহস্পতিবার শপথ নিলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। কেরলের ওয়েনাড থেকে উপনির্বাচনে ৬ লক্ষ ২২ হাজার ভোটে জয়ী হন তিনি। বৃহস্পতিবার লোকসভায় গিয়ে শপথবাক্য পাঠ করলেন তিনি। এদিন সংসদে ছিলেন প্রিয়ঙ্কার মা সনিয়া গাঁধী, দাদা রাহুল গাঁধীও।

পরনে কেরলের কসাবু শাড়ি, হাতে সংবিধানের প্রতিলিপি ছবি ভাইরাল। এর আগে সংবাদমাধ্যমে স্বামী রবার্টের বক্তব্য ছিল, ‘‘বরাবরই চেয়েছিলাম, প্রিয়ঙ্কা সংসদে যাক। সেই শুভ দিন আসতে চলেছে। অনেক দিন ধরে এটা বকেয়া ছিল। আমার শ্বশুর রাজীব গান্ধী বেঁচে থাকলে গর্ব বোধ করতেন। আর যদি মানুষ মনে করেন, আমি রাজনীতিতে নতুনকিছু করতে পারব, তা হলে আমিও সংসদে যাব।’’

শপথবাক্য পাঠের পর লোকসভায় সকলের সঙ্গে আলাপচারিতাও সারেন প্রিয়ঙ্কা। শপথগ্রহণের সাক্ষী হতে আজ লোকসভার গ্যালারিতে উপস্থিত ছিলেন স্বামী রবার্ট বঢরা, তাঁদের ছেলেমেয়েরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *