আমতায় দেবী চৌধুরাণী’র প্রচারে প্রসেনজিৎ-শ্রাবন্তী
দীপিকা অধিকারী, রাজন্যা নিউজ
দেবী চৌধুরাণী’র প্রচারে আমতা-২ ব্লকের ঝিখিরায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ঝিখিরা রাউতরা রায় বাদার্স ফুটবল মাঠে দেবী চৌধুরাণী’র টিমকে দেখতে উপচে পড়েছে ভিড়।
ব্রিটিশদের বিরুদ্ধে বাংলা তথা দেশের প্রথম সন্ন্যাসী বিদ্রোহ, যার নেতৃত্বে ভবানী পাঠকের মন্ত্রে দীক্ষিত দেবী চৌধুরাণী। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘ভবানী পাঠক’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এ ছাড়াও আছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, কিঞ্জল নন্দ এবং এক ঝাঁক বিদেশি অভিনেতা।
প্রযোজক-পরিচালক-অভিনেতার মতে, এই ধরনের ছবিতে এই ধরনের চরিত্রে অভিনয় করে তিনি খুশি। “বহু দিন পরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বহুপঠিত উপন্যাস নিয়ে ছবি হচ্ছে। আমার সৌভাগ্য এই ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি।
অন্যদিকে এক দশক পর দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সিনেমা। শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ ২৬ সেপ্টেম্বর, অর্থাৎ পুজোর ঠিক মুখে বড়পর্দায় মুক্তি পাচ্ছে দেবী চৌধুরাণী। তার আগ বৃহস্পতিবার মাঠ উপচে পড়ল প্রসেনজিৎ শ্রাবন্তী কে দেখতে।