বিধায়কের উদ্যোগে সবুজ আমতা-র সবুজায়নে ১০০ সামাজিক সংগঠনদের চারা গাছ প্রদান

কল্যাণ অধিকারী  

আমতা বিধানসভা ক্ষেত্রকে সবুজে সাজাতে এগিয়ে আসলেন বিধায়ক সুকান্ত পাল। ১০০ সামাজিক সংগঠনদের চারাগাছ প্রদান করলেন তিনি। শিশু ও মেহগনি গাছ, শাল, সেগুন, আমলকী সহ বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দিলেন। লক্ষ্য সবুজ আমতার সবুজায়ন।  

আমপান ও সাম্প্রতিক ইয়াস একের পর এক ঘূর্ণিঝড়ে আমতা বিধানসভার দ্বীপাঞ্চল সহ বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্থ হয় নদীবাঁধ। সমস্তটা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেন বৃক্ষরোপণ করবার। সবুজের অভিযানে ১০০টি সামাজিক সংগঠনদের একত্রিত করেন। তাঁদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির গাছ। কল্যাণপুরে একটি অনুষ্ঠানে আমতা বিধানসভার গ্রাম-গঞ্জের প্রায় সব এলাকাতেই বৃক্ষ বসানোর কথা সংগঠনদের জানান তিনি। এবং গাছ রক্ষা রাখার জন্য তাঁদের উৎসাহিত করার কথাও জানানো হয়। চাঁচাড়ি দিয়ে ঘিরে গাছ রক্ষার বিষয় বলেন। পরিবেশের ভারসাম্য ও নদী বাঁধ রক্ষা করার পাশাপাশি অনুর্বর জমির উর্বরতা বাড়ানো লক্ষ্যে বৃক্ষরোপণে জোর দেওয়া হচ্ছে জানান তিনি।  

সুকান্ত পাল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে সবুজ আমতা-র সবুজায়নের লক্ষ্যে ১০০ সামাজিক সংগঠনদের চারাগাছ প্রদান করা হল। আগামীদিনে বৃক্ষরোপণে আরও উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *