মালদা জেলার স্কুল থেকেই প্রশ্ন ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যমে!
কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট
ফের খবরের শিরোনামে মালদা জেলা। শুক্রবারের পর শনিবার মাধ্যমিক পরীক্ষার আবারও প্রশ্নপত্র ফাঁস হল মালদা জেলা থেকে। এমনটা হওয়ায় জেলার নাম শিরোনামে উঠে এসেছে। পরপর দু’দিন প্রশ্নের ছবি বের হওয়ায় প্রশাসনের নিশ্ছিদ্র নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
শনিবার ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। নিয়ম মেনে পরীক্ষা হলে পরীক্ষার্থীরা প্রশ্নপত্র হাতে পেয়ে যাচ্ছেন সকাল পৌনে দশটায়। কিন্তু পরীক্ষা চলাকালীন সমাজমাধ্যমে সেই প্রশ্নপত্রর ছবি ছড়িয়ে পড়ে। শনিবার যে প্রশ্নপত্র ছড়ায় তাতে কিউআর কোডে লাল কালি দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করে পরীক্ষার্থীরা। তবে পর্ষদ লাল কালি মুছে স্কুলের নাম বের করে। নির্দিষ্ট স্কুলের পরীক্ষার্থীদের চিহ্নিত করে। সংবাদ মাধ্যমে প্রকাশ ইতিমধ্যে ৬ জনকে পরীক্ষা বাতিল করা হয়েছে।
পর্ষদ ইতিমধ্যেই মালদহের এনায়েতপুর হাইস্কুলে ছয় পরীক্ষার্থীকে চিহ্নিত করে তাদের সব পরীক্ষা বাতিল করেছে। বাংলা ও ইংরেজি দুই পরীক্ষার প্রশ্ন সমাজমাধ্যমে চলে আসায় অনেকেই প্রশ্ন তুলছে! তাঁদের কথায়, পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা সময় পরীক্ষার্থীদের নিয়ে একগুচ্ছ নিয়ম জারি করেছে পর্ষদ। তারপরেও কীভাবে মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করছে পরীক্ষার্থীরা? এর পিছনে অন্য কোন কারণ নেই তো! বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে জেলার অন্দরেও।