বিড়ির সুতোয় পাক দিয়ে বঙ্গে লোকসভার সলতে পাকালেন রাহুল গান্ধী
কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ
দুয়ারে লোকসভা ভোট। এমন একটি সময়ে দেশজুড়ে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মালদা থেকে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করেন তিনি। কংগ্রেস গড় বলে পরিচিত মুর্শিদাবাদ। ১৯৯৯ সালে প্রথমবার বহরমপুরের সাংসদ হন অধীর চৌধুরী। সেই থেকেই অধীর গড় বলে পরিচিত। এদিন ধুলিয়ানের বিড়ি মহল্লায় পৌঁছে যান রাহুল। শ্রমিকদের সঙ্গে দেখা করলেন। তাঁদের বঞ্চনার কথা ধৈর্য্য ধরে শোনেন। সৌজন্য সাক্ষাৎ যে নয় তা রাজনীতিকদের কাছে স্পষ্ট!
মুর্শিদাবাদ জেলার লাখ-লাখ মানুষ বিড়ি বাঁধা শিল্পের সঙ্গে জড়িত। তাঁদের বড় অংশের ভোট যায় কংগ্রেসের খাতায়! লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে কোনো আসন কংগ্রেস জিতলে তা হবে মুর্শিদাবাদ জেলা। তা বিলক্ষণ বোঝেন অধীরের পাশাপাশি রাহুল গান্ধী। ফারাক্কা হয়ে একদা নবাবের জেলা হিসেবে পরিচিত মুর্শিদাবাদে পা রাখেন। বিড়ি শ্রমিকদের সঙ্গে বন্ধনা হচ্ছে বুঝতেই তিনি কথা বলেন। ক্ষমতায় এলে বিষয়টি মেটানোর কথাও জানান রাহুল গান্ধী। কিন্তু কীভাবে ক্ষমতায় ফিরবে কংগ্রেস? লোকসভা ভোটে একার লড়াইয়ে ক্ষমতায় আসা কংগ্রেসের পক্ষে কার্যত সম্ভব নয়! ইন্ডিয়া জোট গঠন হলেও নীতীশ এখন বিজেপি শিবিরে। তৃণমূল বঙ্গে জোটে নেই আগেই স্পষ্ট করেছে দলনেত্রী। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কংগ্রেসকে ১১ টি আসন ছাড়ছেন। কংগ্রেস কীভাবে ক্ষমতায় আসবে তা এখন চর্চায়! এসবের মধ্যেও কংগ্রেসকে আশ্বস্ত করেছে বঙ্গ সিপিএম। রাহুলের যাত্রাপথে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
মণিপুর থেকে শুরু হওয়া ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ সমাপ্তি হবে মহারাষ্ট্র মুম্বইতে। তার আগে দিদির রাজ্যে বিড়ি শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন কেরালার ওয়েনাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বিড়ির সুতোয় পাক দিয়ে লোকসভার সলতে পাকানোর চেষ্টা এমনটাই মনে করছেন ভোট রাজনীতি বিশেষজ্ঞদের একাংশ।
ছবি ফেসবুক