রেলে লক্ষ্মী লাভ করাচ্ছে এসি-থ্রি টায়ার
ব্যুরো রিপোর্ট রাজন্যা নিউজ
ভারতীয় রেলে যাত্রীদের কাছে চয়েস বাড়ছে এসি-থ্রি টিয়ারের। সূত্র বলছে, এসি-থ্রির আসন সংখ্যা ২০১২ সালে যেখানে ২.৭ লক্ষ ছিল ২০২২-এ তা ৭.২ লক্ষে পৌঁছেছে। এতে করেই লক্ষ্মীলাভ হচ্ছে রেলের।
রেলের একটি সূত্র বলছে, রেলে গত এক দশকে চাহিদা বাড়ছে এসি-থ্রি টায়ারের। যা গত এক দশক আগে দেখা যায়নি। পরিসংখ্যান বলছে এক দশক আগে চাহিদা তুঙ্গে ছিল নন এসি কামরার। এখনো আছে তবে তা তুলনামূলক ভাবে এসি-থ্রি টায়ারের থেকে কম! মিডিয়া সূত্রে খবর, ২০২২ সালে রেলে টিকিট বিক্রি করে আয় হয়েছে ৩৭ হাজার ৮৫৫ কোটি টাকা। যারমধ্যে এসি-থ্রি টায়ারের টিকিট বিক্রি হয়েছে ১২ হাজার ২২৫ কোটি টাকা।
যাত্রীদের একাংশের কথায়, এসি-থ্রি টায়ারে যাত্রা করা অনেকটাই সেফ ও পরিস্কার পরিচ্ছন্ন। সেই তুলনায় নন এসি কামরায় যাত্রা করতে হয় গাদাগাদি করে। যাত্রীরা চায় নিরাপদে যাত্রা করতে। এমনটার কারণেই এসি-থ্রি টায়ারে যাত্রা করবার প্রবণতা বাড়ছে।
collected pic