রাকেশ সিংহ গ্রেফতার, ভোটের মুখে মাদককাণ্ডে চাপ বাড়ছে গেরুয়া শিবিরে !

কল্যাণ অধিকারী, কলকাতা

জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার পর থেকেই প্রচারে চলে আসেন রাকেশ সিংহ। তাঁর অঙ্গভঙ্গির কারণে নাড্ডার কনভয়ে হামলা হয় বলে খবরে প্রকাশ হতে থাকে। সেই রাকেশ সিংহ মঙ্গলবার রাতে গলসি হাইওয়ে থেকে গ্রেফতার হলেন। এর ফলে মাদককাণ্ডে নয়া মোড় নিল। পুলিশের কাজে হস্তক্ষেপ করায় গ্রেফতার হয়েছেন তাঁর দুই ছেলে।

মাদক কাণ্ডে ধৃত পামেলার নিশানায় ছিলেন রাকেশ সিংহ। এরপর থেকেই রাকেশ কে নিজেদের হেফাজতে নেবার প্রস্তুতি চলছিল। কাজটা যে কিছুটা হলেও চাপের তা দুঁদে অফিসারদের কাছে অজানা ছিল না। বাড়িতে তল্লাশিতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। যদিও পরে রাকেশের ছেলে তাঁদের বাড়িতে ঢোকার অনুমতি দেন। কিন্তু বাড়িতেও উল্লেখযোগ্য কিছুই মেলেনি বলেই জানিয়েছেন রাকেশ পুত্র। হাত গুটিয়ে যে ছিল না পুলিশ রাতে রাকেশ গ্রেফতার হতেই প্রমাণ করে দিল। সূত্রের খবর ভিন রাজ্যে পালানোর চেষ্টায় রাকেশ সেটা পুলিশের অনুমান ছিল। রাকেশ সিংহ গ্রেফতার হওয়ায় ভোটের আগে মাদককান্ডে বিপাকে পড়তে চলেছে গেরুয়া শিবির!

বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামী কোকেন কান্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়। কীভাবে ও কোন পথে শহর কলকাতায় মাদককান্ড ছড়াচ্ছে? এরমধ্যে চাঞ্চল্যকর অভিযোগ করেন খোদ পামেলা। আদালতে যাওয়ার পথে রাকেশ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। যদিও পুলিশ জোর করে তার নাম বলিয়েছে এমনটাও দাবি করেছিলেন রাকেশ। দুদিন আগে নিউ টাউনে পামেলার পার্লারে যান তদন্তকারী অফিসাররা। পাশাপাশি রাকেশ সিংহ কে নিয়েও আগামী পরিকল্পনা চলতে থাকে। মঙ্গলবার রাতে গলসি থেকে গ্রেফতার হন রাকেশ। তাঁর দুই ছেলে শুভম এবং সাহেবের বিরুদ্ধে পুলিশকে কাজে ব্যাঘাত ঘটানোর অভিযোগে আটক করা হয়। পরে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

ভোটের মুখে মাদককান্ডে আর কাউকে আটক বা গ্রেফতার করা হয় কিনা সেদিকে তাকিয়ে রাজ্যের মানুষজন। তবে রাকেশ সিংহ গ্রেফতার হওয়া ভোট মুখি বঙ্গে মাদককান্ডের শিকড় কতটা ছড়িয়েছে তা আর ক’দিনেই জানা যাবে। আপাতত সেদিকেই নজর থাকবে সকলের।

ছবি সংগৃহীত, গ্রাফিক রাজন্যা নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *