ডিএ বিক্ষোভ মঞ্চে রাম-বাম-কং সকলে

ব্যুরো রিপোর্ট রাজন্যা নিউজ

ডিএ বিক্ষোভ মঞ্চে দিনদিন ভিড় জমছে সরকারী কর্মচারীদের। এবার তাঁদের আন্দোলনে জোগ দিচ্ছেন বিরোধী দলের নেতা-বিধায়ক। যা কিছুটা হলেও চাপে ফেলছে রাজ্যের শাসকদলের নেতাদের।

মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের আন্দোলন প্রথম রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে শুরু হয়। এরপর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন। এসেছেন বিজেপি নেতা রাহুল সিংহ। যোগ দিয়েছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। যোগ দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার যোগ দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে।

রাজনৈতিক ঢল নামতেই ডিএ আন্দোলন জোয়ার এসেছে। বিভিন্ন দলের নেতা-কর্মীদের ভিড় বাড়ছে। আন্দোলনের গতিপ্রকৃতি এক রাখার চেষ্টায় আন্দোলন শুরুর সময় থেকে থাকা আন্দোলনকারীরা। বিষয়টি নজরে রেখেছে রাজ্যের শাসকদল। তবে এখুনি মন্তব্যে নারাজ তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *