গানের টানেই মিস করবে সঙ্গীতজগত

কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ

উস্তাদ রাশিদ খান নামটা শাস্ত্রীয় সংগীত জগতে একটা মস্ত ব্রান্ড। তাঁর চলে যাওয়া অপূরণীয় এক ক্ষতি। ঠিক যেমনটা বিখ্যাত মানুষ কালিকাপ্রসাদকে হারিয়ে হয়েছিল।

আসলে এনারা প্রত্যেকে একটি ঘরানার নাম। এমনিতেই করোনা কালে বহু ভালো মানুষজন চলে গিয়েছেন। সবে পরিস্থিতি থিতোনোর চেষ্টায়। এমন এক সময়েই আবারও প্রদীপ নিভে গেল। চলে গেলেন উস্তাদ রাশিদ খান। শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী তিনি। বয়স যে আহামরি হয়েছিল তা কিন্তু নয়। সবে ৫৫। এখনো অনেক পথ চলা বাকি ছিল। সৃষ্টি থেমে গেল। অসমাপ্ত গদ্য হয়েই রয়ে গেলেন।

আজ বড্ড মনে পড়ছে কালিকাপ্রসাদ বাবুর কথা। এমনি এক দিনে আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন। বাঙালি ভোলেনি। তাঁকে গানের টানেই মিস করে সকলে। এমন গানপাগল মানুষদের সংখ্যা কমে আসছে। উস্তাদ আমরা আপনাদের মিস করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *