অবসর নিচ্ছেন আলাপন! যোগ দেবেন রাজ্যের বিশেষ পদে জোর জল্পনা
কল্যাণ অধিকারী
মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি নির্দেশ নতুন করে সংঘাতের মোড়কে কেন্দ্র-রাজ্য সম্পর্ক। তবে তৃতীয় বার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি পরিণত। খেলা হবে, দেখা হবে, জেতা হবে সবটাই পিছনে রেখে কাজকেই তিনি এগিয়ে রাখছেন। আলাপন বদলিতেও কেন্দ্রের সঙ্গে সংঘাতের পথে না গিয়ে বাঙালি আবেগকেই কাজে লাগাতে চাইছেন তিনি।
আলাপনকে কেন্দ্রীয় সরকার দিল্লিতে বদলির নির্দেশ জারি করার পর থেকেই একাধিক প্রশ্ন রাজ্যের সর্বত্র। তৃণমূল সহ রাজ্যের বাম শিবিরও বিষয়টিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে আখ্যা দিয়েছে। সচিব পর্যায়ের আধিকারিককে কেন্দ্রীয় সরকারের দায়িত্বে যাওয়ার কথা বলবার আগে রাজ্যের সঙ্গে কথা বলাটা জরুরি এমনটাই তাঁদের মত। মুখ্যসচিবের পদের জন্য তিন মাসের জন্য মেয়াদ বৃদ্ধি হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের। সিদ্ধান্তে সবুজ সংকেত দেয় কেন্দ্রীয় সরকার এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই আলাপনকে বদলির নির্দেশ পাঠায় কেন্দ্রীয় সরকার। তারজন্য রাজ্যকে জানানো হয়নি। এতে রাজ্যকে অপমানিত করা হয়েছে মনে করেন মুখ্যমন্ত্রী।
সোমবার সকাল ১০টায় তাঁকে দিল্লিতে কর্মিবর্গ ও প্রশিক্ষণ বিভাগে হাজিরা দিতে হবে। বাঙালি হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নিতে চলেছেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, ওই দিনই মুখ্যসচিবের পদ থেকে অবসর নিতে চলেছেন ! রাজ্য সরকারের বিশেষ পদে তিনি যোগ দিতে চলেছেন এমনটাই জানা যাচ্ছে। আর তা যদি হয় সেক্ষেত্রে মুখ্যসচিব বদলি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের মোড়কে ইতি পড়বে।
ছবি সংগৃহীত।