২১-এর ভোটে প্রার্থী ঘোষণার আগে ‘ঘর ওয়াপসি’! জোর জল্পনা

কল্যাণ অধিকারী, কলকাতা

হাইলাইটস
২১-এর ভোটে প্রার্থী ঘোষণার আগেই হতে পারে ‘ঘর ওয়াপসি’!
আদি ও নব্য বিজেপির মধ্যে দ্বন্দ্ব’র জের
দলত্যাগি একাধিক বিধায়ক যোগাযোগ রাখছে তৃণমূলের সঙ্গে, সুত্রের খবর

ভোট বঙ্গে সুপারহিট স্লোগান ‘খেলা হবে’। তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বিভিন্ন সভায় খেলা হবে স্লোগান তুলছে। প্রবল উৎসাহ দেখা যাচ্ছে সমর্থকদের মধ্যে। খেলা হবে ভিডিও গ্রাম-বাংলায় জনপ্রিয় হয়ে উঠছে। তৃণমূলে প্রতিবাদ সভা থেকে বিভিন্ন কর্মসূচি বাজানো হচ্ছে খেলা হবে ভিডিও। কর্মীদের মধ্যেও প্রবল উচ্ছ্বাস। এর মধ্যেই বিরোধীদের জন্য ‘পাঁচন’, ‘নকুলদানা’র ‘দাওয়াই’ দেওয়া অনুব্রত মন্ডল তিনি আর এক কদম এগিয়ে বলেছেন খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। কী সেই খেলা? হয়তো কিছুটা আঁচ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি মুকুল রায়।

প্রায় নিয়ম করে সাংসদ-বিধায়ক বিজেপি তে যোগদান করছেন। দলের কঠিন সময়ে টিকিট পাবার আশায় চলে যাচ্ছে বিজেপিতে। তারপরও টিকিট না পেলে সেক্ষেত্রে রাস্তা কিছুই থাকবে না। ফলে পুরনো দলের সঙ্গে কিছুটা সখ্যতা বজায় রাখা প্রয়োজন বলে মনে করছেন। প্রয়োজন হলে ‘ঘর ওয়াপসি’ সম্ভাবনা থাকবে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। সেক্ষেত্রে বিধায়ক বা সাংসদের ‘ঘর ওয়াপসি’ জাঁকজমকপূর্ণ ভাবেই হবে। ভোটিং মেশিন চালু হবার আগে তা হবে বড় খেলা। বিজেপি কে জবাব দেওয়া হবে একইসঙ্গে দলত্যাগীদের কাছেও বিজেপি সম্পর্কে সুস্পষ্ট বার্তা দেওয়া যাবে।

তৃণমূল একা নয়। বিজেপির প্রতি সভায় শুভেন্দু অধিকারী বলছেন, ‘খেলার মাঠে দেখা হবে। লড়াইয়ের ময়দানে দেখা হবে’। সদ্য বিজেপি তে যোগ দেওয়া এক প্রভাবশালী নেতার কথায়, ‘তৃণমূলের বিরুদ্ধে ভোটের ময়দানে লড়াই হবে তীব্র। কোন আপোষ নয়। লড়াইয়ের ময়দানে কর্মীদের মনোবল চাঙ্গা করতে ও তৃণমূলকে প্রছন্ন বার্তা দেওয়া। ভোটের তারিখ ঘোষণা হলে বহু বিধায়ক যোগ দেবে বিজেপিতে! তাঁদের নিয়ে খেলা দেখানো হবে’!

তৃণমূল সূত্রে খবর, ভোটে প্রার্থী ঘোষণা হবার আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া একাধিক বিধায়ক ‘ঘর ওয়াপসি’ করবেন! বিজেপির অন্দরে কোন্দল এবং টিকিট বণ্টনে আদি নব্য’র লড়াইয়ের জন্যই তাঁরা ফিরে আসবেন! এমনিতেই ভোটে যোগ্য প্রার্থী পাচ্ছে না বিজেপি। টাকার ঝুলি হাতে ঘুরছেন। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর মুখোমুখি হয়েছেন দলত্যাগী দুই বিধায়ক। তৃণমূলে যে সৌজন্য রয়েছে, সংস্কৃতি রয়েছে, হৃদ্রতা রয়েছে তা বিজেপিতে গিয়ে তাঁরা পাচ্ছেন না! চেয়ারে বসিয়ে রাখা হচ্ছে। সেটা তাঁরা উপলব্ধি করছেন। ফলে ফিরে আসার ইচ্ছে হতেই পারে।

সৌজন্য সাক্ষাৎ হলেও হালকা ভাবে নিতে চায়নি বঙ্গ বিজেপি। মমতার সঙ্গে দেখা করা বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিত্ দাস এবং নোয়াপাড়ার দলত্যাগী বিধায়ক সুনীল সিংহ’র সঙ্গে মুকুল রায় ফোনে কথা বলেছেন বলে সূত্রে খবর। হেস্টিংসের পার্টি অফিসে ডেকে তাঁদের সঙ্গে কথা বলেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। ভোটের আগে তৃণমূলের গেম প্ল্যান কিছুটা আঁচ করতে পারছেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি মুকুল রায়। ফোন করে সমস্তটা জানার চেষ্টায় তিনি। এখন দেখার ২১-এর ভোটে প্রার্থী ঘোষণার আগে ‘ঘর ওয়াপসি’ কারা করছেন। জোর জল্পনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *