RR vs KXIP: আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার নজির গড়ল রাজস্থান

কল্যাণ অধিকারী

❏ ২০-২০ ওভারে দু’দল মিলিয়ে ৪৪৯ রান।
❏ তিন বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় পায় রাজস্থান রয়্যালস।
❏ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার নজির।
❏ শেল্ডন কট্রেলের ১৮তম ওভারে পাঁচটি ছক্কা মারেন রাহুল তেওয়াটিয়া।
❏ ম্যাচে ৩উইকেট নেওয়া মহম্মদ শামিকে পরপর ২ বলে ২ ছক্কা ম্যাচের রং বদলে দেন জোফ্রা আর্চার।

২০-২০ ওভারে দু’দল মিলিয়ে ৪৪৯ রান। এমনটা বোধহয় আইপিএলে-ই সম্ভব। রবিবার রাতে চোখের সামনে থেকে ম্যাচ ফস্কে যাওয়ায় হতাশায় মুখ ঢেকেছেন পঞ্জাব মালিক প্রীতি জিন্টা।

শারজায় টসে জিতে এদিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাটিং করতে নেমে কে এল রাহুল ৫৪ বলে ৬৯ রান এবং ১০টা চার ও ৭টা ছয় মেরে ১০৬ রান করেন ময়ঙ্ক অগ্রবাল। ৩ উইকেটে ২২৩ রান করে পঞ্জাব। তিন ওভার বাকি তখনও ম্যাচ পঞ্জাবের আয়ত্তে। কিন্তু চার নম্বরে নামা রাহুল তেওয়াটিয়া ৩১বলে ৫৩ রান করে আউট হলেও ততক্ষণে ম্যাচের ফলাফল বদলে দিয়েছে। শেল্ডন কট্রেলের ১৮তম ওভারে পাঁচটি ছক্কা মারেন রাহুল তেওয়াটিয়া। তারপর ক্রিজে আসেন জোফ্রা আর্চার। ম্যাচে ৩উইকেট নেওয়া মহম্মদ শামিকে পরপর ২ বলে ২ ছক্কা ম্যাচের রং বদলে দেন।

শেষ ওভারে দরকার ছিল ২রান। চার মারেন টম কারান। তিন বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় পায় রাজস্থান রয়্যালস। একিসঙ্গে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার নজির গড়ে ফেলল রাজস্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *