পিছিয়ে গেল শরৎ মেলা, উদ্বোধনের নয়া দিনক্ষণ ঘোষণা মেলা কমিটির
কল্যাণ অধিকারী
করোনা আবহে স্থগিত হয়ে গিয়েছিল শরৎ মেলা। মেলায় শর্তাধীন ছাড় দিয়ে রাজ্য সরকার। এরপরেই হাওড়ার অন্যতম ঐতিহ্যবাহী শরৎ মেলার নয়া দিনক্ষণ ঘোষণা মেলা কমিটির। বৃহস্পতিবার মেলা কমিটি ও মেলা উপদেষ্টার উপস্থিতিতে নতুন দিনক্ষণ ঘোষণা করলেন মেলা কমিটি। ২১ জানুয়ারি নয়, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মেলা।
এ বছর ৫০ তম বর্ষে পদার্পণ করল শরৎ মেলা। বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস তুলে ধরার জন্য বিভিন্ন মডেল বানানোর কাজ শুরু হয়েছিল আগে থেকেই। কিন্তু করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য স্থগিত করে দেয়। এরপর মেলায় শর্তাধীন ছাড় দিয়ে রাজ্য। খোলা প্রাঙ্গণে মেলার আয়োজন করার অনুমতি দেওয়া হয়েছে। এরপরেই মেলা কমিটি আলোচনায় বসেন। তাঁতে আমন্ত্রিত ছিলেন মেলা কমিটির প্রধান উপদেষ্টা আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত পাল। আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয় খোলা প্রাঙ্গনে মেলা অনুষ্ঠিত করা হবে। তবে মেলায় প্রবেশের ক্ষেত্রে কোভিড বিধি মেনে মাস্ক পরা বাধ্যতামূলক। একইসঙ্গে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য মাইকিং করা হবে এমনটা জানা গেছে।
মেলা কমিটির প্রধান উপদেষ্টা সুকান্ত পাল জানান, “২১ জানুয়ারি থেকে মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতির জেরে মেলা স্থগিত করে দেওয়া হয়। রাজ্য সরকার মেলায় শর্তাধীন ছাড় দিয়েছে। এরপরেই আলোচনায় বসা হয়। এবং সর্বসম্মতিতে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মেলা, চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরা হবে। এবং মেলার বাড়তি আকর্ষণ কথাশিল্পীর বিভিন্ন উপন্যাস এবং ছোট গল্পের চরিত্রগুলির আদলে থাকবে মাটির মডেল।”