গরমের ছুটিতে চিত্র এঁকে বৃক্ষরোপণ ও গাছ না কাটার বার্তা দিল স্কুলের পড়ুয়ারা

কল্যান অধিকারী এডিটর রাজন্যা নিউজ

গরমের ছুটি চলছে পড়ুয়ারা ঘরবন্দি। কিন্তু বুধবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস দিনটা ওরা ভোলেনি। রং-তুলি দিয়ে বৃক্ষরোপণ সহ একের পর পরিবেশ মূলক ছবি ক্যানভাসে ফোটাল। তারপর পৌঁছে দিয়েছে স্কুলের হোয়াটস এপ গ্রুপে। স্কুলের পড়ুয়াদের পরিবেশ রক্ষার জন্য সচেতনতা ও পদক্ষেপকে আনন্দিত করেছে শিক্ষকদের।

আমতা বিধানসভার অমরাগড়ি এলাকায় অবস্থিত মেনকা স্মৃতি বিদ্যামন্দির( নিম্ন বুনিয়াদি) স্কুল। এখানকার পড়ুয়ারা ছবিতে তুলে ধরলো গাছ কেটো না, ওরা আমাদের অক্সিজেন দেয়। বাড়ির পাশে বৃক্ষরোপণ করে ছাওয়ার ব্যবস্থা করছে রং পেনসিল দিয়ে এঁকেছে পড়ুয়া। মরুভূমিতে গাছ বসিয়ে সবুজের চেষ্টা রং-তুলি দিয়ে দেখিয়েছে তৃতীয়-চতুর্থ শ্রেণির পড়ুয়ারা। চতুর্থ শ্রেণির পড়ুয়া সৌম্য সাপুই শহর এবং গ্রামাঞ্চলের মধ্যে যে ফারাক রয়েছে তা তুলে ধরেছে। প্রতিনিয়ত যেভাবে গাছ কেটে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদের ছবি এঁকেছে ছোটরা।

শিক্ষক সৌভিক চৌধুরী জানান, “আজ বিশ্ব পরিবেশ দিবস দিনটায় স্কুলের ছাত্রছাত্রীরা পরিবেশ মূলক চিত্র অঙ্কন করে স্কুলের হোয়াটস এপ গ্রুপে পাঠিয়েছে। ওদের আঁকা চিত্র দেখে আমরা শিক্ষকরা অভিভূত। পরিবেশ রক্ষায় এবং সচেতনার যে বার্তা দিয়েছে তা সমাজের জন্য মঙ্গল। বছরভর ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরী করতে মজার নানাবিধ অনুষ্ঠান করা হয়। স্টুডেন্ট সপ্তাহে ক্যুইজ, বসে আঁকো, আবৃত্তি, গল্পপাঠের প্রতিযোগিতা সহ বিভিন্ন অনু্ষ্ঠানের মধ্যে দিয়ে ‘স্টুডেন্ট সপ্তাহ’ পালন করা হয়েছে। এখন তো বিদ্যালয় ছুটি। ফাঁকা ক্লাসে ওদের অপেক্ষায় আমরা সকলে। আগামী দশ তারিখ থেকে ক্লাস ভরে উঠবে। শুরু হবে পঠনপাঠন। তখন বৃক্ষরোপণ করা হবে।

আমতার বিধায়ক সুকান্ত পাল বলেন, “শিশু এবং শিক্ষার্থীরা ভবিষ্যত প্রজন্ম। ওদের মধ্য দিয়েই সমাজ এগিয়ে যাবে। পরিবেশ রক্ষায় ওরা যেসব ছবি এঁকেছে দেখে আমিও খুশি হয়েছি। শিক্ষার্থীরা ওদের মনের গভীরতায় যা ধরা দেয় তাই ক্যানভাসে ফুটিয়ে তোলে। এভাবেই পরিবেশ রক্ষার বার্তা দিক। গরমের ছুটির পর স্কুল খুললে নিজে গিয়ে ওদের শুভেচ্ছা জানিয়ে আসবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *