গ্রামীণ হাওড়ার একাধিক ব্লক ও স্বাস্থ্য এবং পুলিশ আধিকারিক করোনা আক্রান্ত
কল্যাণ অধিকারী
করোনা আক্রান্তের সংখ্যা শহর ছাড়িয়ে গ্রামীণ এলাকায় বাড়ছে। ইতিমধ্যে আক্রান্ত হয়ে নিভৃতবাসে গেলেন আমতা-২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ মোট ৫ আধিকারিক। এছাড়াও অন্তত ২০জন আক্রান্ত হওয়ার খবর জানা গেছে। যার মধ্যে রয়েছেন আমতা-২ ব্লক স্বাস্থ্য আধিকারিক (বিএমওএইচ)।
গ্রামীণ প্রশাসন সূত্রে জানা গেছে, আমতা-২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মাসুদুর রহমান আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন জয়েন্ট বিডিও সৌমিক সিংহ, আক্রান্ত হয়েছেন আমতা-২ ব্লক স্বাস্থ্য আধিকারিক (বিএমওএইচ) অনিন্দ্য সিকদার আক্রান্ত ল্যাব টেকনিক কালীপদ প্রামাণিক, কোভিড ওয়ারিয়র মৌমিতা সাঁতরা, অলকা সাঁতরা। বিপিএইচএন প্রণতি বিশ্বাস। ঝিকিরা পিএইচসি ডক্টর সম্বিত রায়। প্রত্যেকের বাড়িতে নিভৃত বাসে রয়েছেন।
আমতা-২ ব্লক ছাড়াও আমতা-১ ব্লকেও আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে। আমতা-১ ব্লক অফিসের ৬জন আক্রান্ত। পাশাপাশি আমতা হাসপাতালের বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন এমনটা ব্লক সূত্রে জানা গেছে। এছাড়াও আক্রান্ত হয়েছেন কয়েকজন স্বাস্থ্য কর্মী।
হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপারের কার্যালয়েও করোনার হদিশ মিলেছে এমনটা জানা গেছে। সূত্রের খবর, আক্রান্ত অন্তত ৬ জন পুলিস কর্মী। হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার সৌম্য রায় সাংবাদিকদের জানিয়েছেন, কয়েকজন পুলিসকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তবে সঠিক সংখ্যা এই মুহূর্তে জানানো সম্ভব নয়।
নিজস্ব চিত্র।