শরৎ মেলায় রাজ্যের বিশিষ্ট্য কবি সুবোধ সরকারকে ‘শরৎ স্মৃতি’ সম্মান
কল্যাণ অধিকারী
রাজ্যের বিশিষ্ট্য কবি সাহিত্যিকদের উপস্থিতিতে শুক্রবার বিকেলে শরৎ মেলা হয়ে উঠলো কবি ময়। সমস্ত আকর্ষণের কেন্দ্রে ছিলেন কবি সুবোধ সরকার। তিনি ছাড়াও ছিলেন বহু বিশিষ্ট মানুষ। শরৎ মেলা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে সম্মানিত করা হয় তাঁদের।
কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে ৪৯ বছর ধরে বাগনানের পানিত্রাস হাইস্কুল মাঠে আয়োজিত হচ্ছে শরৎ মেলা। এ বার ৫০ তম বছরে পা দিয়েছে মেলা। এবারে মেলার থিম নারীর যথার্থ মূল্যায়ন, সমৃদ্ধ সমাজ গঠন। মেলায় অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। তবে শুক্রবার বিকেল ছিল অন্যরকম। কবি সাহিত্যিকের উপস্থিতিতে হয়ে ওঠে আলোকময়। কবি সুবোধ সরকার কে শরৎ স্মৃতি সম্মান প্রদান করলেন আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত পাল।
সুবোধবাবু কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিকে তুলে ধরেন। কথাশিল্পীর লেখা উপন্যাস এবং ছোট গল্প বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে ‘বামুনের মেয়ে’, ‘রামের সুমতি’-র মতো উপন্যাস এবং ছোট গল্পের কথা দর্শকদের সামনে রাখেন। দেউলটির সামতাবেড় গ্রামে জীবনের শেষ ১২ টি কাটিয়েছিলেন কথাশিল্পী। তখন রূপনারায়ণ আরও কাছ দিয়ে বইতো সে কথাও তুলে ধরেন কবি।