নিউটাউনের অভিজাত আবাসনে শ্যুটআউট, পাঞ্জাব থেকে আসা দুষ্কৃতীদের এনকাউন্টার করল এসটিএফ
রাজন্যা নিউজ ব্যুরো
অস্ত্র এবং মাদক ব্যবসায় জড়িত। ব্যাঙ্কে ডাকাতি, একাধিক খুন, অপহরণ সহ বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত। পঞ্জাব, হরিয়ানা এবং দিল্লির ২৭টি থানায় মামলা রয়েছে। এমনি কুখ্যাত গ্যাংস্টার উঠেছিল নিউটাউনে শাপুরজির আবাসনে। বুধবার এসটিএফের সঙ্গে এনকাউন্টারে হত পঞ্জাবের মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতী জয়পাল সিংহ ভুল্লার এবং যশপ্রীত সিংহ।
সূত্রের খবর, জয়পাল ওরফে মনজিৎ সিংহ ও যশপ্রীতের নামে ১০ লক্ষ টাকা এবং ৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল পঞ্জাব পুলিশ। হন্যে হয়ে খুঁজছিল তাঁরা। অথচ তাদের গতিবিধি টের পাচ্ছিল না দুঁদে পুলিশ আধিকারিকরা। পুলিশের চোখ এড়াতে মোবাইল প্রায় ব্যবহার করতেন না। ঘনঘন অবস্থান বদল করত। শেষমেশ ঘাঁটি গেড়েছিল নিউটাউনের অভিজাত আবাসনে। তবে শেষ রক্ষে হল না। এসটিফের এনকাউন্টারে কুখ্যাত দুই গ্যাংস্টার নিহত।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গোপন সূত্রে এসটিএফ-এর কাছে খবর আসে পঞ্জাবের দুই দুষ্কৃতী জয়পাল ভুল্লা ও যশপ্রীত জসসি নিউটাউনের অভিজাত আবাসনেই রয়েছে। এরপরেই ওই আবাসনে অভিযান শুরু হয়। দুপুর থেকে ঘিরে ফেলা হয় ওই আবাসন। শুরু হয় অভিযান। পুলিশ কে দেখতে পেয়েই গুলি ছোড়া শুরু করে দেয় দুস্কৃতীরা। পুলিশ আগে থেকে পরিকল্পনা ছকে রেখেছিল। সেইমতন পাল্টা দিতেই ধরাশায়ী দুই দুস্কৃতী। এনকাউন্টার করে খেল খতম করে দেয় এসটিএফ। এই ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ কর্মী।