রানিহাটি মোড়ে যানজট কমাতে ‘দখলদার’ উচ্ছেদ পুলিশের

কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ

১৬ নম্বর জাতীয় সড়কে রানিহাটি মোড়ে বেদখল হয়ে যাওয়া জমি থেকে দখলদারদের সরাতে কড়া পদক্ষেপ পুলিশের। বৃহস্পতিবার দুপুরের পর অবৈধ দোকানপাট এবং নির্মাণ ভেঙে নেন দোকানিরা। এমনটা হওয়ায় জাতীয় সড়কের রানিহাটি মোড়ের যানজটের দুর্ভোগ মিটবে বলেই মত বাসিন্দারের। রাস্তার জবরদখলকে যানজটের অন্যতম কারণ বলে মানছেন জাতীয় সড়ক সংস্থার আধিকারিকদের একাংশ।তবে নিত্যযাত্রীদের দাবি, এখানে উড়ালপুর না হলে যানজট মেটা মুশকিল।

রানিহাটি মোড় মানেই যানজটের দুর্ভোগ। দিন হোক বা রাত যানজট নিত্য সঙ্গী। কাজে বেড়িয়ে সমস্যায় পড়েন মানুষজন। যানজটের কারণে থমকে পরে রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স। মাঝেমধ্যেই দুর্ঘটনা ফলে আতঙ্কে থাকে মানুষ। দুর্ঘটনা কমানোর পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে করা পদক্ষেপ হাওড়া সিটি পুলিশের। রানিহাটি মোড়ের যানজট মুক্ত করতে এবং রাস্তার উপর ও পাশের অবৈধ দোকান উচ্ছেদে পুলিশের বিশেষ অভিযান। দুর্ঘটনার আশঙ্কা কমাতে অবৈধর দোকান উচ্ছেদ। বুধবার থেকে অবৈধ দোকান উচ্ছেদের কাজ শুরু হয়। সেই কাজ বৃহস্পতিবার জারি রয়েছে।

হাওড়া সিটি পুলিশের ধুলোগোড় ট্রাফিক আইসি স্বরূপ সেন ও বিশাল পুলিশ বাহিনী মোতায়ন থেকে অবৈধ দোকান উচ্ছেদ চলে। পুলিশ জানায়, দুর্ঘটনা মুক্ত করা এবং যানজট সরাতে অবৈধ দোকান উচ্ছেদ রানিহাটি মোড়ে। নাবঘরা আদর্শ ব্যবসায়ী সমিতি সভাপতি তাপস ঘোষ জানান, এই উচ্ছেদে সমস্যা বহু মানুষের কিন্তু রাস্তার উপর অবৈধ দোকান পাটের কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে, তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের এই কাজকে সম্মতি জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *