দিল্লিতে শুভেন্দুর শাহী সাক্ষাৎ

রাজন্যা নিউজ ব্যুরো

পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা ও রাজনৈতিক হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বিস্তারিত জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাউথ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করলেন তিনি। অমিত শাহের সঙ্গে সেই ছবি দিলেন সোশ্যাল মিডিয়ায়।

চলতি মাসে ভবানীপুর বিধানসভায় উপনির্বাচন। বিজেপির প্রার্থী কে হবে এখনো নাম প্রকাশিত হয়নি। শুভেন্দু কি কোন নামের তালিকা দিয়ে আসলেন শাহের কাছে জানা না গেলেও রাজ্যের রাজনীতির পরিসরে এমনটাই ভাসছে। দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী বিজেপির দুই শীর্ষ নেতার মধ্যে ঠান্ডা লড়াই চলছে। গত জুন মাসে দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে দিলীপ ঘোষকে সাংবাদিকরা প্রশ্ন করলে দিল্লি সফর অজানা বলে দাবি করেন দিলীপ ঘোষ। এবারও কি তেমন কিছু ঘটেছে। আগ বাড়িয়ে কোন নামের তালিকা দিয়ে আসলেন শুভেন্দু জল্পনা তুঙ্গে।

শুক্রবার উপনির্বাচনের মনোনয়ন জমা দেবেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কাকে প্রার্থী করবে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। তবে দিলীপ-শুভেন্দু দুজনেই জানেন মমতার বিরুদ্ধে অর্জুন সিং এর মতন শহরকেন্দ্রিক শক্তপোক্ত ও লড়াই দেবার মতন প্রার্থী দিতে হবে। পাশাপাশি উপনির্বাচন নিয়ে একটি জনস্বার্থ মামলা হাইকোর্ট গ্রহণ করেছে। সব মিলিয়ে দিল্লিতে শুভেন্দুর শাহী সাক্ষাৎ জল্পনা জোরদার করেছে।

ছবি সোশ্যাল মিডিয়া পেজ থেকে নেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *