‘অসুস্থ’ অনুব্রত এসএসকেএম হাসপাতালে
রাজন্যা নিউজ
উডবার্ন ওয়ার্ডে অনুব্রত মন্ডল। উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট জনিত সমস্যা সহ একাধিক অসুস্থতা নিয়ে রয়েছেন ২১১ নম্বর কেবিনে। তাঁর চিকিৎসায় বিশেষজ্ঞ টিম গঠন করা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে।
আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হবার কথা। সেইমতন বীরভূম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু শ্বাসকষ্ট জনিত সমস্যা বোধ করায় তাঁকে নিয়ে আসা হয়েছে এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকের দুই সদস্যের বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে।
গত বছর বিধানসভা ভোটের সময় এপ্রিল মাসে গরু পাচার কান্ডে প্রথম নোটিস পাঠানো হয়েছিল অনুব্রত মন্ডলকে। তারপর থেকে এক বছরে মোট পাঁচ বার নোটিস পাঠিয়েছে সিবিআই। এদিন এসএসকেএম হাসপাতাল থেকে সিবিআই-এর কাছে কি তথ্য আসে তা নজরে রাখছেন অফিসাররা।