পথ দুর্ঘটনায় মারা গেলেন লালকেল্লায় হিংসার ঘটনায় অভিযুক্ত দীপ সিধু
রাজন্যা নিউজ ব্যুরো
পথ দুর্ঘটনায় মারা গেলেন পঞ্জাবি অভিনেতা দীপ সিধু। হরিয়ানার খারখোদায় ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে তাঁর গাড়িতে একটি ট্রাক ধাক্কা মারে। সেখানেই তাঁর মৃত্যু হয় এমনটাই জানা গেছে।
রাজধানীতে তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন ২৬ জানুয়ারি লালকেল্লায় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে সংবাদ শিরোনামে আসেন দীপ সিধু। লালকেল্লায় পতাকা উত্তোলনকে কেন্দ্র হিংসাত্মক ঘটনা ঘটে, সেই ঘটনায় পুলিশ তাঁকে গ্রেফতার করে। যদিও পরে জামিনে মুক্তি পান সিধু। তবে পুলিশ তাঁর বিরুদ্ধে ৩,২২৪ পাতার চার্জশিট পেশ করেছিল।