সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকা পড়া ও শ্রমিকদের উদ্ধার হওয়া সমস্তটাই ছিল যমে-মানুষে টানাটানি
কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট
উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে একে একে সকল শ্রমিকদের বের করে নিয়ে এসেছেন উদ্ধারকর্মীরা। স্বস্তি ফিরেছে পরিবারে। কীভাবে কেটেছে দিনগুলো জানিয়েছেন আটকে থাকা শ্রমিকরা। সবকিছু ছাপিয়ে গেছে উদ্ধারকাজ চালানো আধিকারিকদের একাগ্রতা। উদ্ধার অভিযানে বারে বারে বিপত্তি ঘটেছে। বিলম্ব হয়েছে উদ্ধারে। তারপরেও কেন্দ্রীয় সরকার উদ্ধারকাজে পিছু হঠেনি। মিলেছে সাফল্য।
উত্তরকাশীর সিল্কিয়ারা-বারকোট সু়ড়ঙ্গ দুর্ঘটনার পর থেকেই দেশজুড়ে প্রার্থনা শুরু হয়েছিল। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে দিন-রাত এক করে দিয়েছিলেন উদ্ধারকাজে যুক্ত আধিকারিকরা। সুড়ঙ্গে আলোর ব্যবস্থা, খাবার, জল সমস্তকিছুই জুগিয়েছেন তাঁরা। সুড়ঙ্গে কখনো মোবাইলে গেম খেলে, আবার কখনো গল্প করেই সময় কাটিয়েছেন শ্রমিকরা। সেইসঙ্গে অপেক্ষা করেছেন উদ্ধারের। শ্রমিকদের কাছাকাছি পৌঁছেছে উদ্ধারকারী দল। মঙ্গলেই মিলেছে সাফল্য। সন্ধের পর থেকেই মেলে খুশির খবর।
উদ্ধার হওয়ার পর টানেলের বাইরে অস্থায়ী একটি স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা হচ্ছে শ্রমিকদের। বুধবার বিকেলে তাঁদের চিকিৎসার জন্য চিনুক হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে এমনটাই জানা গেছে।
viral pic