ভাইয়ের কপালে মঙ্গলফোঁটা দিল বোনেরা, দূরে থাকা বোনেরা দিল ‘অনলাইন ভাইফোঁটা’

কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ

গ্রামগঞ্জ থেকে শহর আনন্দের রেশ ছিল ভাই বোনেদের। কালীপুজো শেষ হতেই বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। এই দিনটায় ভাইয়ের কপালে যত্ন করে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘ জীবন আর সুখ-সমৃদ্ধির জন্য এক গভীর প্রার্থনা করেন বোনেরা। কাছে থাকুক বা দূরে এই দিনটা ভাই-বোনের।

সময়ের স্রোতের সঙ্গে জীবনে এগিয়ে যায়। শিক্ষা হোক বা কর্মসূত্রে অনেক ভাই থাকেন দূরে। ঠিক তেমনি অনেক দিদি-বোনেরা দূরে থাকলেও হাতের মোবাইলে ভিডিও কলে স্কিনে ভাইয়ের কপালে মঙ্গলটিকা বা ফোঁটা দেন। সঙ্গে বলেন ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা’। এই উচ্চারণের মধ্য দিয়ে ভাইদের দীর্ঘায়ু, সুস্থ জীবন ও সাফল্য চাইলেন বোনেরা। হাওড়ার গ্রামীণ এলাকার এক বেসরকারি নার্সিংহোমের নার্স পাপিয়া অধিকারী বলেন, উত্তরাখণ্ডের দুটি বিখ্যাত তীর্থস্থান কেদারনাথ ও বদ্রিনাথ পুজো দিতে আসবার কারণে, এই প্রথম ভাই ফোঁটার দিনটায় বাড়িতে থাকতে পারলাম না। তবে, আজ ট্রেন থেকেই দাদাকে ভিডিও কল করেছিলাম। কিন্তু নেটওয়ার্ক সমস্যার জন্য ফোন করে দাদার দীর্ঘ জীবন আর সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছি।

সরকারি চাকুরীজীবী তনুশ্রী চক্রবর্তীর বলেন, ভ্রাতৃদ্বিতীয়া ভাইবোনের সম্পর্ক দৃঢ় করার উৎসব। ছোটবেলা থেকে এই দিনটা বড়ই স্পেশাল। ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার পাশাপাশি ভাইফোঁটার উপহারটাও মেলে। এটাও এই দিনটার জন্য স্পেশাল। বছরভর দাদা কি কিনে দিল তার থেকে বড় ভাইফোঁটার দিনে দাদা কি উপহার দিচ্ছে। রূপম, সত্যম, অবিনাশ-দের কথায়, ভাই-বোনের সম্পর্ক একটা মিষ্টি সম্পর্ক। সঙ্গে দুষ্টুমির। বাবা-মায়ের কাছে আবদার থাকে, কেন বোনকে এটা কিনে দেবে? কেন আমাকে ওটা কিনে দিলে না। ভাই-বোনের হাতাহাতি হয়ে যায়। কিন্তু বোনের দূরে বিয়ে হলে, অনেকসময় এই দিনটায় আসতে পারে না। মোবাইলে ভিডিও কল করে ফোঁটা দেয়। কিন্তু বোন বাড়িতে না আসলে মনটা হুহু করে ওঠে। এটাই তো ভাই-বোনের মিঠে সম্পর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *