ক্রীড়া মন্ত্রকের বৈঠকে জট কাটল আইএসএলের, আগামী সপ্তাহেই সূচি ঘোষণা

রাজন্যা নিউজ ব্যুরো

অবশেষে শুরু হচ্ছে আইএসএল। মঙ্গলবার খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর উপস্থিতিতে ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেছিল ফেডারেশন। সেই বৈঠকেই আইএসএলের সম্ভাব্য রোডম্যাপ জানিয়ে দেওয়া হয়েছে ক্লাবগুলিকে। তারপরই ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়ে দিয়েছেন, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হচ্ছে। ১৪টি দলই তাতে অংশ নেবে।
এর আগেই বলা হয়েছিল কাটতে চলেছে আইএসএল জট৷ ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, আগামী সপ্তাহেই ২০২৬ সালের আইএসএল-এর নির্ঘণ্ট ঘোষণা করা হবে৷
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটি আইএসএলের জন্য প্রায় ১০ কোটি টাকা এবং জন্য আইলিগের জন্য ৫ কোটি টাকার বাজেট প্রস্তাবে অনুমোদন দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এই প্রস্তাবগুলো সম্ভবত গভর্নিং বডির কাছে পাঠানো হবে। শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ১০-১৫ ফেব্রুয়ারি। সোমবার রাতে প্রতিটি আইএসএল ক্লাবকে আলাদা করে ফোন করেন এআইএফএফ-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সঙ্গেও আলোচনা হতে পারে।
অনুশীলন ও কাজকর্ম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিল এফসি গোয়া। সোমবার ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে এফসি গোয়ার সিইও রবি পুÜুñর সিনিয়র দলের সকল সদস্যকে জানিয়ে দেন, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে সমস্ত ধরণের কাজ।
কিন্তু কয়েক দিন আগে পর্যন্ত এফসি গোয়া সক্রিয় ছিল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ স্টেজে ফতোরদায় এফসি ইস্তিকললের মুখোমুখি হয়েছিল গোয়া। সেই ম্যাচে গোয়ার ফুটবলাররা প্রতীকী প্রতিবাদ দেখান। তাঁরা হাঁটু মুড়ে বসে পড়েন ফুটবলাররা। ভারতীয় ফুটবলের অচলাবস্থার কথা গোয়ার ফুটবলাররা তুলে ধরেন ওই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে।
আপাতত জানুয়ারির মধ্যে কমার্শিয়াল পার্টনার ঠিক করে ফেলতে চাইছে ফেডারেশন। কিন্তু কিছুতেই যেন জট ছাড়ছে না। কিছুদিন আগেই ভাবা গিয়েছিল তিন সদস্যের আইএসএল ক্লাব সমন্বয় কমিটি যে রিপোর্ট দিয়েছিল তাতেই যেন সমাধান সূত্র বেরিয়ে গিয়েছিল। যদিও পরবর্তীকালে এফসি গোয়া সোশ্যাল মিডিয়ায় জানায় তাদের ফুটবলারদের এই ইঙ্গিতের আসল কারণের কথা। তাজিকিস্তানের দল ইস্তিকলল গোয়ার ফুটবলারদের এহেন আচরণে স্তম্ভিত হয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *