তিনদিনের সফরে শেষ দিন হাওড়ায় পদযাত্রা শেষে কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন স্মৃতি
কল্যাণ অধিকারী
বঙ্গে ভোট প্রচারে এসে মধ্যাহ্নভোজ সেরেছেন অমিত শাহ থেকে জে পি নাড্ডারা। এবার সেই দেখানো পথেই মধাহ্নভোজ সারলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মঙ্গলবার বালিটিকুরি এলাকায় এক ব্যক্তির বাড়িতে পঞ্চ ব্যঞ্জন সহ দুপুরের আহার সেরেছেন। কেন্দ্রীয় মন্ত্রীকে যত্ন আত্তিতে খামতি রাখননি দলীয় কর্মী শংকর মাঝি।
তিনদিনের বাংলা সফরে রয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। প্রথমদিন হাওড়ার রামরাজাতলা মন্দিরে পুজো দিয়েছেন। দ্বিতীয় দিন শিয়ালদহ থেকে সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচলের উদ্বোধন করেছেন তিনি। তৃতীয় দিন স্বাধীনতার ৭৫ তম বছর পূর্তি উপলক্ষে হাওড়ায় অমৃত মহোৎসব পদযাত্রায় অংশ নেন তিনি। কদমতলা বাসস্ট্যান্ড থেকে হাওড়া ময়দান অবধি পদযাত্রায় নেতৃত্ব দেন তিনি।
এরপর দুপুর সাড়ে বারোটা নাগাদ পৌঁছান হাওড়া বালিটিকুরি সুরকিমিল এলাকায় এক কর্মীর বাড়িতে। মধ্যাহ্নভোজ সারেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আয়োজনে কোন খামতি ছিল না। ভাত, ডাল, আলুভাজা শুক্তো, পোস্তর তরকারি। শংকর মাঝির বাড়িতে মেঝেতে বসেই মধ্যাহ্নভোজ সারেন তিনি।