অসুস্থ সনিয়া গান্ধি ভর্তি হলেন হাসপাতালে
রাজন্যা নিউজ ব্যুরো, নয়াদিল্লি
ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সাংসদ ও দলের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধি। সোমবার সন্ধ্যায় তাঁকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে চেস্ট স্পেশালিস্টের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, শারীরিক অস্বস্তি হঠাৎ বেড়ে যাওয়ায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গঙ্গারাম হাসপাতালে আসেন সনিয়া গান্ধি। যদিও ভর্তি হওয়ার নির্দিষ্ট কারণ সরকারিভাবে জানানো হয়নি, তবে সূত্রের দাবি, দিল্লির তীব্র বায়ুদূষণের জেরে শ্বাসজনিত সমস্যা এবং কাশির উপসর্গ বেড়ে যাওয়াতেই সতর্কতামূলক ভাবে তাঁকে হাসপাতালে রাখা হয়েছে।
চিকিৎসকদের মতে, বয়সজনিত কারণে এবং পূর্ববর্তী শারীরিক জটিলতার কথা মাথায় রেখেই তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে উদ্বেগের মতো কোনও পরিস্থিতি নেই বলেই হাসপাতাল সূত্রের দাবি।
উল্লেখ্য, ৭৮ বছর বয়সি সনিয়া গান্ধি বেশ কিছুদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। অতীতে দু’বার কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। কোভিড থেকে সেরে উঠলেও শ্বাসকষ্ট-সহ নানা জটিলতা মাঝেমধ্যেই দেখা দিচ্ছে। গত বছর সিমলা সফরের সময়ও অসুস্থ হয়ে পড়লে তাঁকে ইন্দিরা গান্ধি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
যদিও শারীরিক অসুস্থতার মধ্যেও সংসদীয় রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা গিয়েছে সোনিয়াকে। তবে সাম্প্রতিক বছরগুলিতে দলীয় সাংগঠনিক দায়িত্ব থেকে তিনি অনেকটাই সরে এসেছেন। সোনিয়ার অসুস্থতার খবর সামনে আসতেই উদ্বেগ বেড়েছে কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে।

