দীপাবলিতে উত্সবের রোশনাই দীঘায় জগন্নাথ মন্দিরে ভিড়ের কথা ভেবে কড়া নজরদারি
কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ
কালীপুজো ও দীপাবলির আবহে দীঘার পথে পা বাড়িয়েছেন অনেকেই। দীঘার সমুদ্রে স্নান সেরে জগন্নাথ মন্দিরে পুজো দেবার লক্ষ্যে বহু মানুষজন এখন দীঘামুখি। ফলে ভিড়ের চাপ বাড়বে জগন্নাথ মন্দিরে। ভিড় হবে ট্রেনে-বাসে। সময়ে ট্রেন না চলার অভিযোগের মধ্যেই স্পেশাল ট্রেনে জুড়ল দিঘা। জানা যাচ্ছে দিঘা-মালদা টাউন স্পেশাল ট্রেন দেওয়া হচ্ছে।
কালীপুজো ও দীপাবলি উপলক্ষে আলোর উৎসবে মেতে উঠেছে রাজ্য। দীঘার আকাশজুড়ে এখন উত্সবের রোশনাই। জগন্নাথ মন্দিরেও এবার দীপাবলি উদযাপন। সোমবার, কালীপুজো মন্দিরে বিশেষ পুজোপাঠ। সঙ্গে দিনভর নানা ভক্তিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই কারণে দুর্গাপুজোর মতোই পর্যটকদের ঢল নামবে, আশা প্রশাসনের। প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গাপুজোর সময় দীঘার জগন্নাথ মন্দিরে সাত লক্ষাধিক মানুষ এসেছিলেন। আজ সোমবার কালীপুজো। তার দিন তিনেক আগে থেকেই দীপাবলীর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে। মন্দির কমিটির প্রধান রাধারামন দাস সাংবাদিকদের জানিয়েছেন, কালীপুজোয় প্রদীপে আলোয় সাজানো হবে মন্দির। চলবে বিশেষ পুজাপাঠ। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে নানা ভক্তিমূলক অনুষ্ঠান।
অন্যদিকে, দুর্গাপুজোর মতন দীপাবলিতেও দীঘায় জগন্নাথ মন্দিরে ভিড়ের একই দৃশ্যের পুনরাবৃত্তি হবে বলে মনে করছে প্রশাসন। সেইমতন ভিড়ের কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সোমবার কালীপুজোর দিন, মূল গেট দিয়েই জগন্নাথ মন্দিরে ঢুকতে পারবেন ভক্তরা। দর্শনার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন।
দীপাবলিতে উপহার রেলের। ০৩৪৬৬ দিঘা-মালদা টাউন স্পেশাল চলবে বলে জানানো হয়েছে। এছাড়া হাওড়া-রাউরকেলা বন্দেভারত এক্সপ্রেসে কোচের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। ২০৮৭১/২০৮৭২ হাওড়া-রাউরকেলা-হাওড়া বন্দেভারত এক্সপ্রেসে ১৬টি কোচ থাকবে। ১৯ অক্টোবর থেকে অতিরিক্ত কোচ নিয়ে ছুটবে এই ট্রেন। এর আগে ৮টি কোচ থাকত এই বন্দেভারতে। সময়সূচি এবং স্টপেজ আগের মতোই থাকবে।

