আয়মাতে সুফি উৎসব
কল্যাণ অধিকারী
দক্ষিণ ২৪ পরগনার আয়মাতে অনুষ্ঠিত হল মহান সুফি সাধক সৈয়দ শাহ আলহাজ্ব মাওলানা সুলতানুল আরেফিন আফতাব উদ্দিন শাহ কুদ্দুশোস সালেকিন জুল্লেয়ালা হাসানি আল হুসেনি (রঃ) এর পবিত্র উরষ মোবারক। উল্লেখ্য প্রতি বছর এই দিনটিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর হাজার হাজার অনুগামী শ্রদ্ধা জানাতে ছুটে আসে।
হাওড়া জেলা সহ বিভিন্ন জেলা থেকে বহু মানুষ বাস বুকড করে গিয়েছিলেন। এই উৎসবে যোগ দেওয়া রাজ আলি বলেন, আমাদের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য এই দিনটি। আমরা তিনটি বাসে করে বহু মানুষ হাজির হয়েছিলাম আয়মাতে। অভিভূত হয়ে গেছি। সোমবার পুরো দিন ও রাতভর অনুষ্ঠান অনুষ্ঠিত হল। আজ মঙ্গলবার আমরা ফিরি। উল্লেখ্য প্রায় দুশো বছর আগে মাদারিয়া আশেকান তরিকার প্রচার হয়। ইসলামের শান্তি ,সম্প্রীতি ও মানব কল্যাণের ধারা অর্থাৎ মাদারিয়া সুফী ঘরানা প্রচার করেন তিনি। সারা রাত ধরে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আয়মাতে।