গরমের ছুটি বাড়ল, স্কুল খুলবে ১৫ জুন
রাজন্যা নিউজ
স্কুলে গরমের ছুটি বেড়ে গেল। আগামী ৫ জুন নয় স্কুল খুলবে আগামী ১৫ জুন। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এখনি স্কুল খুলছে না। আরো ১০ দিন বন্ধ থাকবে স্কুল।
২রা মে থেকে শুরু হয়েছিল গরমের ছুটি। স্কুল খোলার কথা ছিল ৫ জুন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী ৫ জুন নয় স্কুল খুলবে আগামী ১৫ জুন।

