‘ওদের জন্য কি লাল গালিচা পেতে দিতে চান?’ রোহিঙ্গা অন্তর্ধান মামলায় অনুপ্রবেশ প্রসঙ্গে প্রশ্ন সুপ্রিম কোর্টের
রাজন্যা নিউজ ব্যুরো
দেশে অনুপ্রবেশকারীদের ঠাঁই দিতে আইন আর কতটা নমনীয় করা হবে? মঙ্গলবার একটি মামলার শুনানিতে এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আটক হওয়ার পর পাঁচ রোহিঙ্গার খোঁজ পাওয়া যাচ্ছে না, এই অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী। মঙ্গলবার মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে।
ওই মামলাতেই প্রধান বিচারপতি কান্ত প্রশ্ন তোলেন, কত দিন দেশের সম্পদ অনুপ্রবেশকারীদের ভোগ করতে দেওয়া হবে? মামলাকারীর উদ্দেশে প্রধান বিচারপতির প্রশ্ন, “আপনি কি তাঁদের (অনুপ্রবেশকারী) জন্য লাল গালিচা পেতে দিতে চাইছেন?” একই সঙ্গে প্রধান বিচারপতির সংযোজন, “উত্তর ভারতে আমাদের একটি সংবেদনশীল সীমান্ত রয়েছে। আমার ধারণা, দেশের ভিতরে কী হচ্ছে, সেই বিষয়ে আপনি (মামলাকারী) অবহিত রয়েছেন।”
কেউ যদি অনুপ্রবেশকারী হয়, তা হলে তাঁকে দেশের ভিতরে রেখে দিতে হবে কেন, সেই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “আপনি সুড়ঙ্গ দিয়ে ভিতরে ঢুকলেন। খাবার, আশ্রয়, শিশুদের শিক্ষার অধিকার পেলেন। আপনি (মামলাকারী) চান, এ ভাবে আইন নমনীয় করা হোক? আমাদের গরিব শিশুরা কি সুবিধা পেতে পারে না?”

