বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড তৃণমূল সাংসদ শান্তনু সেন

রাজন্যা নিউজ ব্যুরো

বৃহস্পতিবার রাতেই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছিল। শুক্রবার অধিবেশন শুরুর পরেই রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন। বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য রাজ্যসভার বাইরে থাকতে হবে তাঁকে।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। রাজ্যসভায় কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে বিবৃতি লেখা কাগজ ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ফেলেন শান্তনু সেন। এমনটাই তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। আজ শুক্রবার অধিবেশন শুরুর পর থেকেই পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে ফোনে আড়ি পাতা নিয়ে বিরোধীরা প্রতিবাদ জানাতে থাকে। এরপরেই শান্তনুকে সাসপেন্ড করা হয়। এরপর থেকেই প্রতিবাদের ঝোড় তোলেন তৃণমূল সাংসদরা। যদিও তিনি রাজ্যসভা থেকে বেরিয়ে যাননি। অধিবেশন মুলতবি হয়ে যায়। ১২টার পর অধিবেশন শুরু হলে তাঁকে বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়।

যদিও সাংসদ শান্তনু সেন আগেই সাংবাদিকদের জানিয়েছিলেন, তাঁর সঙ্গে ভালো আচরণ করেননি অশ্বিনী বৈষ্ণব। তাঁকে যে ধরনের ভাষা মন্ত্রী ব্যবহার করেছেন তাঁর প্রতিবাদ করেছেন মাত্র। বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে। বিরোধীদের কাছে তৃণমূলকে ছিন্ন করতে এমন সিদ্ধান্ত বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

গ্রাফিক রাজন্যা নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *