লড়াই শেষ স্বর্ণেন্দু’র
কল্যাণ অধিকারী
লড়াইটাই জীবনের মূল মন্ত্র। আগামীকাল থেকে আবার লড়াই শুরু। এই যুদ্ধ মৃত্যুর সঙ্গে, আমার বিশ্বাস মৃত্যুকে পায়ের ভৃত্য করে উঠে দাঁড়াতে পারবো… উঠে দাঁড়াতে হবেই…শেষ শব্দগুলো মিলিয়ে দিতে পারল না, হার মানল স্বর্ণেন্দু।
মঙ্গলের সকালেই ওর লড়াই শেষ হয়ে গেল। সকলের কাছে সমান গ্রহণযোগ্য যুবক চিরবিদায় জানিয়ে চলে গেল না ফেরার দেশে। সংবাদমাধ্যম জগতে যতটুকু দেওয়ার ছিল সম্পূর্ণ হল কোথায়! খবর খুঁজে বের করার প্রবল ইচ্ছে, সেই ইচ্ছে সঙ্গে নিয়ে বুম হাতে ছুটে যাওয়া যুবক নিজের কাছেই লড়াইয়ে হেরে গেল।শরীরে বাস করা মারণব্যাধির বিরুদ্ধে লড়তে গিয়ে ক্রমাগত ক্ষীণ হয়ে যাচ্ছিল। তারপরও মনের জোর, ইচ্ছেশক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছিল স্বর্ণেন্দু। তারপরও চলে আসে ডাক। তখন সমস্তকিছুকে ছেড়ে ফিরে যেতে হয়। এক বুক কষ্ট সঙ্গে নিয়ে আমাদের সকলকে ছেড়ে চলে গেল।তোমার জগতে তুমিই সেরা। তোমাকে অনেক মিস করব।পরিবারের প্রতি সমবেদনা জানাই ও আত্মার শান্তি কামনা করি।