জগদ্ধাত্রী পুজোয় মেতেছে তাজপুর গ্রাম

কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ

জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছে আমতা থানার তাজপুর গ্রাম। শুক্রবার ছিল মহা সপ্তমী। ৩০ ফুট উচ্চতার প্রতিমা দেখতে গ্রামবাসীরা ভিড় জমাচ্ছেন। পুজো উপলক্ষে বসেছে মেলা। এদিন গ্রামের কালীতলায় দুস্থ মানুষদের হাতে বস্ত তুলে দেন সারদা কল্যাণ সমাজসেবা মূলক মহিলা সংস্থা।

দামোদরের পশ্চিম পাড়ে আমতা থানার তাজপুর গ্রামে একটা সময় গ্রামের ছেলে তপন পালের হাত দিয়ে জগদ্ধাত্রী পুজোর আয়োজন শুরু হয়। সেই সময় গ্রামের ৫-৭ জন সঙ্গ দিয়েছিল। এখন পুজো বহরে বেড়েছে। নেহেরু স্মৃতি সংঘের পরিচালনায় ৪৫ তম বর্ষে পদার্পণ করেছে পুজো। প্রতিমা উচ্চতায় ৩০ ফুট। পুজো উপলক্ষে বসেছে মেলা। রাখা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

পুজোর উদ্যোক্তা তপন পাল বলেন, গ্রামে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজোর আয়োজন ছিল। কিন্তু জগদ্ধাত্রী পুজো হতো না। আমি নিজ উদ্যোগে ও গ্রামের জনা কয়েক যুবক এক সঙ্গে মিলে পুজোর শুরু কর। তখম সবার বয়স ছিল কুড়ি-একুশ। সেই উদ্যোমী ও আত্মবিশ্বাসী তরুণরা এখন বার্ধক্যে পৌঁছেছে। এখন ক্লাবের তরুণ প্রজন্ম যোগ দিয়েছে। পুজোর প্রতিমা মন্ডপেই গড়ে ওঠে। গ্রামে ক’দিন জুড়ে এখন উৎসবের আমেজ। ছোট – বড় সকলে মিলেমিশে পুজোয় যোগ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *