হাওড়ায় জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার শিক্ষক
রাজন্যা নিউজ ব্যুরো
জামাত-উল-মুজাহিদিন (জেএমবি) জঙ্গিদের সাহায্য ও আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার এক শিক্ষক। নাম আনিরুদ্দিন আনসারি (৩৭)। হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া মুন্সিডাঙ্গা এলাকার একটি ফ্ল্যাট থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে এসটিএফ। তাঁর বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে এমনটাই জানা গেছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, বাঁকড়া মুন্সিডাঙ্গা এলাকায় একটি মাদ্রাসায় শিক্ষাকতা করতেন। ছয় বছর ধরে এলাকায় থাকছিলেন। আসল বাড়ি পুরুলিয়ায় এমনটাই জানা গেছে। আনিরুদ্দিনের বিরুদ্ধে দু’জন জেএমবি জঙ্গিকে আশ্রয় দেওয়ার অভিযোগ ছিল। এই বিষয়টি হতবাক করেছে স্থানীয়দের। তাঁদের কথায়, এলাকায় শিক্ষক হিসাবে যথেষ্ট সুনাম রয়েছে। সকাল থেকে মাদ্রাসায় ছোটদের পড়াতেন। মাদ্রাসার পাশেই একটি ফ্ল্যাটের তিনতলায় আশ্রয় ছিল। সেইভাবে মিশতেন না। তবে ব্যবহার অত্যন্ত ভালো ছিল। এমন ব্যক্তি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত মেলাতে পারছেন না স্থানীয়রা।
এসটিএফ ও অন্যান্য সূত্রে জানা যাচ্ছে, ভোপালে সম্প্রতি চার জঙ্গিকে গ্রেওফতার করে ওখানকার এটিএস। তাদের সূত্র ধরেই নাম উঠে আসে আনিরুদ্দিন আনসারির। তাঁর গতবিধির প্রতি নজর ছিল পুলিশেরও। এরপরেই ১৪ তারিখ রাতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) হানা দেয় বাঁকড়া মুন্সিডাঙ্গায়। ফ্ল্যাট থেকেই গ্রেফতার করা হয়। বুধবার হাওড়া জেলা আদালতে তোলা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হাতে নেবার আবেদন জানিয়েছে এসটিএফ এমনটাই জানা যাচ্ছে।
collected pic

