বর্ধমান শাখায় বিক্ষোভ, অবরোধ, সুদূর প্রসারী সুবিধার জন্যই সাময়িক অসুবিধা, জানালেন ডিআরএম
কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট
শক্তিগড় থেকে রসুলপুর তৃতীয় লাইনের কাজের জন্য সপ্তাহভর ব্যহত হবে হাওড়া-বর্ধমান রেল পরিষেবা এমনটা আগেই জানিয়েছিল রেল দপ্তর। তার প্রভাব পড়ল সপ্তাহের প্রথমদিন। বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন। বেশকিছু স্পেশাল ট্রেন ওই শাখায় চালানো হচ্ছে। তাতে যাত্রী পরিষেবা সামাল দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন ওই শাখার যাত্রীদের একাংশ। এর জেরে একাধিক স্টেশনে বিক্ষোভ, অবরোধ।
সোমবার সকাল থেকে হাওড়া-বর্ধমান শাখায় হাতে গোনা কয়েকটি লোকাল ট্রেন চলছে। তাতে উঠতে না পেরে তপ্ত হয়ে ওঠেন যাত্রীরা। ট্রেন অবরোধ করা হয় খন্ন্যান সহ একাধিক স্টেশনে। এতে করে সমস্যা আরো বাড়ে। ট্রেন না পেয়ে বাধ্য হয়ে অনেকেই কাজে সময়ে যোগ দিতে পারেনি। রেল সূত্রে জানা গেছে, তালানডূ, পান্ডুয়া, খন্ন্যান স্টেশনে অবরোধ করেন যাত্রীদের একাংশ। তাঁদের অভিযোগ, কোন ট্রেন চলছে তাও বিস্তারিত জানা যায়নি। একটি ট্রেন চলে যাওয়ার পরে ঘন্টা দেড়েক পরেও অন্য ট্রেন মেলেনি। আবার ট্রেন আসলেও ভিড়ের চাপে উঠতে পারা যায়নি। এমনটা যে হবে রেল জানলেও কোনপ্রকার ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ তোলেন যাত্রীদের একাংশ।
বিষয়টি নিয়ে হাওড়ায় রেলের ডিআরএম সাংবাদিকদের জানান, “বর্ধমান শাখার মেল লাইনে শক্তিগড়-রসুলপুরে থার্ড লাইনের কাজ চলছে। এই কাজ সুদূর ভবিষ্যতের কথা ভেবে করা হচ্ছে। লাইন বাড়লে ট্রেনের সংখ্যা বাড়বে, গতি বাড়বে। চেষ্টা করা হচ্ছে লোকাল ট্রেন, এক্সপ্রেস চালাবার। আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। সুদূর ভবিষ্যতের কথা ভেবে সামান্য অসুবিধা করতে হবে।
সংগৃহীত ছবি