আলমপুরে চিপসের কারখানায় ভয়াবহ আগুন, ৫ঘন্টা পরেও আয়ত্তে আসেনি আগুন
কল্যাণ অধিকারী
বুধবার ভরদুপুরে হাওড়ার সাঁকরাইল থানার আলমপুরে একটি চিপসের কারখানায় ভয়াবহ আগুন লাগে। কিছু সময়ের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের সতেরোটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় শুরু করে আগুন আয়ত্তে আনার কাজ। বিকেল সাড়ে পাঁচটা অবধি আগুন নিয়ন্ত্রণে আসেনি। আশেপাশে আগুন ছড়িয়ে পড়োবার আশঙ্কায় স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে আলমপুরে চিপসের কারখানায় বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ আগুন লাগে। প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকলে। প্রথমে ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। কিন্তু কারখানায় রাখা ছিল ভোজ্য তেল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কারখানার সর্বত্র। দমকলের আরও দশ টি গাড়ি ঘটনাস্থলে আসে। আগুন নেভানোর কাজ শুরু করে। কারখানা লাগোয়া আরও বেশ কয়েকটি কারখানা থাকায় আগুন ছড়িয়ে পড়বার আতঙ্ক ছড়ায়। দমকলের আরও দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল।
কারখানার আগুন লাগার সময় কয়েকশো শ্রমিক কাজ করছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আগুন ছড়িয়ে পড়তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় সর্বত্র। ছোটাছুটি শুরু করে দেন তাঁরা। দমকলে খবর দেওয়া হলেও গাড়ি আসতে দেরি হয় বলে অভিযোগ স্থানীয়দের। সতেরোটি ইঞ্জিন কাজ করছে। একটা সময় কারখানার দেওয়াল ভেঙে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু লেলিহান শিখার কাছে সব প্রচেষ্টা কার্যত বিফল। কালো ধোঁয়ায় ঢেকে যায় জাতীয় সড়ক সহ আশপাশের এলাকা। তিন কিমি দূর থেকে কালো ধোঁয়া দেখা যাচ্ছে। কারখানায় অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা ছিল না প্রাথমিক অনুমান দমকলের। আগুন আয়ত্তে আনতে প্রাণপণ চেষ্টা করছে দমকল।