চারদিন ব্যাপি পঞ্চবিংশ নাট্যমেলা অনুষ্ঠিত হচ্ছে জয়নগরে
তথ্য ও ছবি অনন্যা মজুমদার
পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আয়োজনে ও দক্ষিণ ২৪ পরগণার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে চারদিন ব্যাপি পঞ্চবিংশ নাট্যমেলা।

দেখানো হচ্ছে নষ্ট নটী, তুরস্কের উপকথা, নীলসোনা, নষ্টতারার গল্প, পান্থপাখি, এবং হৃৎপিন্ড। আগামী ২৩ নিভেম্বর পর্যন্ত চলবে এই নাট্যমেলা। তথ্য ও ছবি অনন্যা মজুমদার


