জেলাজুড়ে শুরু হয়েছে বার্ষিক স্কুল-ক্রীড়া সূচনায় প্রধান শিক্ষক থেকে মন্ত্রী
কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ
হাওড়া জেলার বিভিন্ন স্কুলে শুরু হয়েছে বার্ষিক স্কুল-ক্রীড়া। শীতের দুপুরে মেঠো রোদ গায়ে স্কুল-ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে যোগ দেয় পড়ুয়ারা। জেলার বিভিন্ন স্কুলে পৌঁছে বার্ষিক স্কুল-ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন প্রধান শিক্ষক, বিডিও থেকে রাজ্যের মন্ত্রী। মাঠে প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীরা।
হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে শুক্রবার বার্ষিক স্কুল-ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হয়ে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। হাওড়া সদর ইস্ট সার্কেল-এর বাৎসরিক ক্রীড়া শুরু হয়েছে শৈলেন মান্না স্টেডিয়ামে। প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায়। শীতের মিঠে রোদ্দুরে একশো-দুশো মিটার দৌড়, বস্তাদৌড়, অঙ্ক দৌড়, লাফদড়ি থেকে শটপাট, এমনকি-হাইজাম্প-লংজাম্প-চেয়ার খেলা দেখে মন তখন ফেলে আসা নস্টালজিয়ায় উদ্বেল। মঞ্চে মাইক হাতে স্কুল জীবনের স্মৃতিচারণা করেন। স্কুলে পড়াশোনার সময় সারাবছর অপেক্ষা করে থাকতাম কবে হবে বার্ষিক স্কুল-ক্রীড়া। আজ সেই দিনগুলোর কথা বড্ড মনে পড়ছে।
খোড়প ফুটবল মাঠে বার্ষিক স্কুল-ক্রীড়া শুরু হয়েছে। তিনদিনের এই প্রতিযোগিতার শুভ সূচনা করেন স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত বাগ। মাঠে অনুষ্ঠানের সূচনায় স্কুলের ছাত্র-ছাত্রীদের দ্বারা জাতীয় সঙ্গীত গাওয়া হয়। ক্রীড়া পতাকা উত্তোলন ও শপথবাক্য পাঠ করান স্কুলের শিক্ষক। জুনিয়ার-সিনিয়ার বিভাগে দৌড়, হাইজাম্প-লংজাম্প, চেয়ার খেলা সহ একাধিক ইভেন্টে যোগ দেয় পড়ুয়ারা। লংজাম্প বিভাগে স্কুলের ছাত্র লাফায় ১৫.৪ ফুট। সাঁকরাইল, পাঁচলা, শ্যামপুর সহ বিভিন্ন জায়গায় শীতকালিন বার্ষিক স্কুল-ক্রীড়া অনুষ্ঠিত হচ্ছে। শুভ সূচনায় স্কুলের প্রধান শিক্ষক থেকে বিডিও। প্রত্যেকের কথায় উঠে আসে স্কুল পড়ুয়াদের নিয়মানুবর্তী, শৃঙ্খলাপরায়ণের বার্তা। প্রতিবছর এই কয়েকটা দিন পড়ুয়ারা স্কুল-ক্রীড়ায় মেতে ওঠে। একি সঙ্গে কর্তব্যনিষ্ঠ, নিয়মানুবর্তী, শৃঙ্খলাপরায়ণ ও ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেওয়া হয়।