শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা
রাজন্যা নিউজ
শুরু হল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই প্রথম হোম সেন্টারে পরীক্ষা দিলেন পড়ুয়ারা। শনিবার ছিল প্রথম ভাষার পরীক্ষা। সকাল ১০টা থেকে শুরু হয় শেষ হয় দুপুর ১টা পনেরো মিনিটে। কঠোর নজরদারির মধ্যে পরীক্ষা দেন পরীক্ষার্থীরা। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ্য ৪৫ হাজার ৬৬ জন।
করোনা ও লকডাউন শেষে আবারও স্কুলে বসে পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা। তবে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতন। পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে ছিল বিধিনিষেধ। সংসদের পক্ষ থেকে প্রতিটি স্কুলে দুজন করে বিশেষ পর্যবেক্ষক রাখার ব্যবস্থাও করা হয়েছিল।