ব্যাঙ্ক কর্মীর দেহ উদ্ধার বাগনানে রূপনারায়ণ নদীর চড়ে
কল্যাণ অধিকারী
বেহালার এক ব্যাঙ্ক কর্মীর দেহ উদ্ধার হল গ্রামীণ হাওড়ার বাগনানে রূপনারায়ণ নদীর চড়ে। কীভাবে তাঁর দেহ রূপনারায়ণে আসলো তদন্তে বাগনান থানার পুলিশ। ইতিমধ্যে দেহ ময়নাতদন্ত করা হয়েছে। দেহে কোন আঘাত নেই এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। মৃত যুবকের নাম শুভদীপ রায়, বয়স ২৯। বাড়ি বেহালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুভদীপ একটি বেসরকারি ব্যাংকের ক্যাশ অফিসার পদে কর্মরত ছিলেন। গত ১১তারিখ বাড়ি থেকে সকালে অফিসে যান। তারপর বাড়ীতে ফোন করে পৌঁছে গেছে বলে জানায়। তারপর থেকেই মোবাইল সুইচ স্টপ ছিল। পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানালে শুরু হয় তদন্ত। এরপর দেহ উদ্ধার হয় বাগনানে রূপনারায়ণ নদীর চড়ে।
পুলিশের তদন্ত শুরু হয়েছে। তদন্তে একাধিক প্রশ্ন পুলিশ কর্তাদের ভাবাচ্ছে। তাঁর মোবাইল লোকেশন ছিল রামরাজাতলা। তিনি রবীন্দ্র সদনের ব্যাংকে না গিয়ে কেন রামরাজাতলা গিয়েছিলেন তাও খতিয়ে দেখছে পুলিশ।