শিল্পে গতি আনতে শিল্প সমন্বয় কমিটি ও রাজ্যের নয়া পোর্টাল শহর ছাড়িয়ে জেলায় শিল্প টানতে মমতার মাস্টারস্ট্রোক
কল্যাণ অধিকারী
রাজ্যে শিল্পায়নে গতি আনতে বদ্ধপরিকর। বিশ্ববাণিজ্য সম্মেলনের মঞ্চে তিনি বুঝিয়ে দিয়েছিলেন। তার এক মাসের মধ্যেই সোমবার শিল্প বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী। সেখানে ইনভেস্টমেন্ট সিনার্জি পোর্টালের উদ্বোধন করেন। এরমধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন রাজ্যে বেশি করে বিনিয়োগ টানাই একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ সরকারে।
জানা যাচ্ছে, এই পোর্টাল রাজ্যের শিল্পপতিদের কাছে একটা উইন্ডো। এর মাধ্যমে, রাজ্যে শিল্প স্থাপনের লক্ষ্যে বিনিয়োগকারীদের কী কী করণীয়, সমস্তটা উল্লেখ থাকছে। মুখ্যমন্ত্রী চান শহরকেন্দ্রিক শুধু নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষুদ্র মাঝারি শিল্প গড়ে উঠুক। কিন্তু বিনিয়োগকারীদের একাংশের দাবি ছিল, কোথায় কত জমি রয়েছে তার ভাড়া কতো, লিজে প্রাপ্ত জমির প্রিমিয়াম, লিজ ট্রান্সফার, রেজিস্ট্রেশন সবটাই সহজে জানার জন্য সরকার কিছু করুক। এতে করে বিনিয়োগকারীদের বিভিন্ন দপ্তরে ছুটতে হবে না। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এসব জানার পরেই বহুদিন ধরেই পোর্টাল তৈরির ভাবনাচিন্তা করেন। অবশেষে তা সম্পূর্ণ রূপ পেল। শিল্পপতিরা এবার এই পোর্টালে ক্লিক করলেই হাতে পেয়ে যাবেন ‘ল্যান্ড ব্যাঙ্ক’-এর বিস্তারিত তথ্য।
একটি সূত্র বলছে, শিল্পপতিরা গত কয়েক বছরে এ রাজ্যে ব্যবসা বানিজ্য গড়তে অনেকটা এগিয়ে এসেছেন। তা সম্ভব হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রী ‘ওয়ান উইন্ডো’ চালু করে রাজ্যে শিল্প স্থাপনের জন্য আদর্শ পথ খুলে দিয়েছেন। এখানেই তিনি থেমে থাকতে চাননি। শিল্প সমন্বয় কমিটি গঠন করে দিলেন। পাশাপাশি ইনভেস্টমেন্ট সিনার্জি নামক নয়া পোর্টালেরও উদ্বোধন করলেন। যা বিধানসভা নির্বাচনের আগে শিল্প নিয়ে বড় মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, হচ্ছে হবে বা অনুরোধ বিনিময় অনেকবার হয়েছে। এবার অ্যাকশনে ফিরতে চান। রাজ্যে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ রয়েছে। কোথায় কতটা জমি রয়েছে তার বিস্তারিত তথ্য রাখা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ইন্ডিস্ট্রিয়াল পার্কের জন্য জমি রয়েছে। তা এবার কাজে লাগানো হবে। এইজন্য সমস্ত ডিপার্টমেন্টকে সজাগ হতেও নির্দেশ এদিন দিয়েছেন। প্রতিটি জেলার জেলাশাসকের নেতৃত্বে জেলায় কমিটি তৈরি করা হবে। লক্ষ্য একটাই শিল্পগোষ্ঠীকে ছাড়পত্র দিতে যেন কোনওরকম গড়িমসি না করা হয়।