পাঁচলায় আসছেন মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বহু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস
কল্যাণ অধিকারী, এডিটর রাজন্যা নিউজ
বৃহস্পতিবার পাঁচলা নেতাজী সংঘ ময়দানে দুপুর ১২টায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা জুড়ে প্রশাসনিক তৎপরতা জোরদার। তিনি এসে পৌঁছানোর আগে নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে প্রশাসনের নজরদারি চোখে পড়ার মতন। বুধবার আসনে জেলাশাসক মুক্তা আর্য, তাঁর সঙ্গে ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। একিসঙ্গে তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষের আলোচনার শেষ নেই।
মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান সভা প্রশাসনিক ও রাজনৈতিক দিক দিয়ে তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। তৃণমূলের এক শীর্ষ সারির নেতার কথায়, ‘মুখ্যমন্ত্রী হাওড়ার পাঁচলায় প্রশাসনিক সভায় আসছেন আমরা গর্বিত। তিনি উপভোক্তাদের একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করবেন। প্রশাসনিক কথা বলবেন। আমরা দলের সৈনিকরা সর্বদা ওঁনার মুখাপেক্ষী। উনি আসলেই দলের মনোবল চাঙ্গা হয়ে যায়। কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা, বিরোধীদের লাগাতার অপপ্রচার সবকিছুর বিরুদ্ধে শীত-গ্রীষ্ম-বর্ষা দিদিই আমাদের ভরসা’।
হাওড়ার শরৎ সদনে প্রশাসনিক বৈঠকে এসে কাশফুলের বালিশ ও লেপ তৈরির কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কাশফুলের বালিশ ছাড়াও বীণা, লক্ষ্মীর ভান্ডার, রঙিন মাছের অ্যাকোয়ারিয়ামে সহ বিভিন্ন পসরা সভায় প্রদর্শিত হবে। মুখ্যমন্ত্রীর সভা শুরু আগে শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে উলুবেড়িয়ার আশা ভবন জুড়ে। এখানকার আবাসিকদের হাতের গড়া কাশফুলের বালিশ সহ বিভিন্ন দ্রব্য মুখ্যমন্ত্রী দেখবেন। খুশি এখানকার আবাসিকরা। পাশাপাশি দলের নেতা-কাউন্সিলর বিধায়ক, সাংসদ সকলেই ব্যস্ত। মাঠভর্তি কর্মীদের উপস্থিতির জন্য তাঁদের ব্যস্ততা চরমে। দলীয় কর্মীদের নিয়ে ঘনঘন প্রস্তুতি বৈঠক করছেন। সোশ্যাল মিডিয়ায় চলছে প্রচার। একুশের নির্বাচনের আগে নেতাজী সংঘ মাঠে বিদেশ বসুর সমর্থনে বিশাল জনসভা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার সেই ভিড়কেও ছাপিয়ে যাবে আশায় গ্রামীণের নেতা-কর্মীরা।
মুখ্যমন্ত্রীর কনভয় পাঁচলায় পৌঁছানোর চব্বিশ ঘন্টা আগে বুধবার সভাস্থল পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। তিনি জানান, “সারা রাজ্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাঁকরাইলের জল প্রকল্প, কোনা এক্সপ্রসেওয়ের ওপর গড়ফায় নতুন ব্রিজের উদ্বোধন করবেন। আমতা বিধানসভার বহু প্রতীক্ষিত কুলিয়া ব্রিজের শিলান্যাস করবেন তিনি। রাজ্যের পানীয়জল মোট ২৮০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।