ধুতি পাঞ্জাবির রং সাদাই ছিল বরাবর, নতুন করে দাগ লাগালেন না
কল্যাণ অধিকারী, এডিটর রাজন্যা নিউজ
বরাবরের পছন্দের ধুতি-পাঞ্জাবি। লালবাড়ি হোক বা নন্দন পরনে থাকতো তাঁর পছন্দের সাদা রঙের ধুতি-পাঞ্জাবি সঙ্গে জওহরকোট। খুব কাছ থেকে দেখেছেন এমন মানুষ আজও বলেন জওহরকোট-শোভিত বুদ্ধদেব বাবুর কথা। বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজভবনে বৈঠকে বুদ্ধদেব বাবুর পরনে ছিল ধুতি-পাঞ্জাবি। এতগুলো বছর পরেও সাদা পোশাকে কোন রঙয়ের দাগ লাগালেন না বুদ্ধদেব বাবু।
কেন্দ্রের মোদী সরকার তাঁকে পদ্মভূষণ সম্মান দেবার ঘোষণা করেছে। তার কয়েক ঘন্টার মধ্যেই স্পষ্ট জবাব সম্মান প্রত্যাখ্যান করবেন। বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছেন তিনি। কমিউনিস্ট মুখ্যমন্ত্রী বরাবর লড়াই করেছেন ‘সাম্যের’ বিরুদ্ধে। তিনি পদ্মসম্মান ফিরিয়ে দিতে সময় অপচয় করবেন না। এরপরেই শুরু হয়েছে বাক্যের লড়াই। অনেকেই বলতে শুরু করেছেন সাদা ধুতি-পাঞ্জাবিতে দাগ টানতে দিলেন না।
শারীরিক কারণে বদলেছে ডেলি রুটিন। তাঁর পক্ষে এখানে-ওখানে যাওয়া আর সম্ভব নয়। একপ্রকার বাড়িতেই রয়েছেন তিনি। নিয়মিত চিকিৎসা চলছে। মুখে দাড়ি রাখতেন না। এখন মুখে গাল ভরা দাঘ। তাঁর সময়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক জনরোষ আছড়ে পরেছে। তবে সামলে নেবার চেষ্টা করে গিয়েছেন তিনি। কিন্তু সিঙ্গুর, নন্দীগ্রাম ঢেউ আটকাতে পারেননি। সেই আফসোস আজও করেন তিনি। এখনো মনে করেন বিজেপির হাতে রং লাগানো। এ রং মুছলেও যাবে না।
মঙ্গলবার কেন্দ্রের দেওয়া পদ্মসম্মান এর কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছেন তিনি। হয়তো জীবনের শেষ সময়ে তিনি বোঝাতে চাইলেন ‘দাঙ্গা নয় শান্তি প্রিয়’!
ছবি সংগৃহীত।