নির্ঘণ্ট প্রকাশ করে বাংলার ভোটের বাদ্যি বাজিয়ে দিল কমিশন
কল্যাণ অধিকারী, কলকাতা
হাইলাইটস
❏ ভোট হবে মোট ৮ দফায়
❏ একাধিক জেলার দুই বা তিন দফায় ভোট
❏ ‘ক্ষুব্ধ’ মমতার কড়া জবাব
একুশের বিধানসভা ভোটের বাদ্যি বাজিয়ে দিল নির্বাচন কমিশন। মাসখানেক ধরে ৮ দফায় ভোট হবে বাংলায়। এই প্রথম ৮ দফায় ভোট হচ্ছে। ভোট দিতে আসা ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী। অন্য রাজ্যে কম দফায় ভোট নিয়ে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট জবাব হারিয়ে ভূত করে দেব।
একুশের নির্বাচনের ভোট শুরু ২৭ মার্চ। চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। ফলাফল ঘোষণা ২ মে। ভোটে চমকের আভাস প্রথম থেকেই ছিল। ৮ দফায় ভোট ঘোষণা হওয়ায় বেজায় খুশি বিজেপি। জেলা ভেঙে দু’দিন এমনকি তিন দফায় ভোটের দিন করা হয়েছে। এটা বি.এ প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ নাকি কটাক্ষ মমতার। মমতা বলেন, যেহেতু তৃণমূলের প্রভাব বেশি তাই তিনবারে ভোট হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
রাজ্যে ভোটের নির্ঘন্ট প্রকাশের পরেই রাজনৈতিক দল গুলির মধ্যে দ্বিগুণ ব্যস্ততা শুরু হয়েছে। রুদ্ধদ্বার বৈঠকে যোগ দিয়েছেন নেতারা। একের বিরুদ্ধে দশ এই শব্দেই ঝাঁজালো আক্রমণ শুরু করেছে তৃণমূল। বিশেষ কাউকে সুবিধা পাইয়ে দেবার চেষ্টা চলছে অভিযোগ মমতার। তবে কমিশনের সিদ্ধান্তকে নিয়ে মন্তব্য সযত্নে এড়িয়ে গিয়েছে রাজ্যের শাসকদল।
গ্রাফিক রাজন্যা নিউজ।