গঙ্গায় ভেসে গঙ্গাসাগর দর্শন|মিলেনিয়াম পার্ক নয় ডায়মন্ড হারবার থেকে চলছে প্রমোদতরী|
কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ
গঙ্গায় ভেসে গঙ্গাসাগর দর্শন! সঙ্গে থাকবে মনপসন্দ খাওয়াদাওয়া। গঙ্গাসাগর যাত্রা এখন আরও সহজলভ্য। ভাড়াও সাধ্যের মধ্যে। ঘন্টা দুয়েকেই পৌঁছে যাওয়া যাবে সাগরে। তারপর ডুবকি দিয়ে পুজো দিতে পৌঁছে যাওয়া কপিলমনির আশ্রমে। টোটোয় চেপে ঝটপট স্থানীয় দ্রষ্টব্য স্থান ঘুরে দেখে নেওয়া। তবে মিলেনিয়াম পার্ক থেকে পরিষেবা বন্ধ। ডায়মন্ড হারবার থেকে চলছে প্রমোদতরী।
ক্রুজ পরিষেবা পেতে যেতে হবে ডায়মন্ড হারবার জেটি। সকাল সাড়ে ৯টায় যাত্রীদের নিয়ে রওনা দিচ্ছে ক্রুজ। ওখান থেকে গঙ্গায় ভাসতে ভাসতে কখন যে মুড়িগঙ্গায় পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। তারপর! তারপর, প্রমোদতরী গিয়ে ঠেকবে কচুবেড়িয়া ঘাট। বাইরে তখন অপেক্ষায় ছোট-বড় বিভিন্ন যানবাহন। অটো বা চার চাকা অথবা বাস ধরে পৌঁছে যাবেন গঙ্গাসাগর।
ক্রুজে রয়েছে ইকোনমি শ্রেণি ও প্রিমিয়াম শ্রেণি। টু ওয়ে ইকোনমি শ্রেণির ভাড়া ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ১,০৫৮ টাকা লাগবে। আর ১৩ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত টিকিটের ভাড়া হচ্ছে ১,৮০০ টাকা। প্রিমিয়ারের টিকিটের দাম পড়বে ওয়ান ওয়ে ১,১৯৮ টাকা! টিকিট অফলাইন এবং অনলাইনে বুক করা যাবে। বেসরকারি ক্রুজ পরিচালনকারী সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে যে, অফলাইনে টিকিট বুকিংয়ের জন্য 9073380163 এবং 82749 29297 নম্বরে ফোন করতে হবে।
ক্রুজ পরিষেবা প্রথম চালু হয়েছিল কলকাতার মিলেনিয়াম পার্ক জেটি থেকে। সকাল ৭.৩০টায় ক্রুজ ছেড়ে বেলা সাড়ে ১০টায় পৌঁছে যেত কচুবেড়িয়া ঘাট। ফিরতি পথে বিকেলে ৫টায় রওনা দিয়ে রাত সাড়ে ৯টায় মিলেনিয়াম পার্ক জেটিতে পোঁছাত। কিন্তু যাত্রীর অভাবে কলকাতা থেকে ক্রুজ সার্ভিস বন্ধ হয়ে গিয়েছে এমনটাই সূত্রের খবর। মিলেনিয়াম পার্ক থেকে পরিষেবা বন্ধ হলেও ডায়মন্ড হারবার থেকে চলাচল শুরু করেছে প্রমোদতরী।