ডিভিশন বেঞ্চ একদিনের সাময়িক স্বস্তি দিল পার্থকে
রাজন্যা নিউজ ব্যুরো
আপাতত স্বস্তি দিল ডিভিশন বেঞ্চ! মঙ্গলবার বিকেলে হাজিরা দিতে হচ্ছে না মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। বুধবার সকাল সাড়ে দশটার সময় ডিভিশন বেঞ্চের কাছে সব তথ্য দিতে হবে। সমস্ত দিক খতিয়ে দেখে তারপর ডিভিশন বেঞ্চ পরবর্তী পদক্ষেপ নেবে। আপাতত বুধবার সকালে শুনানি হওয়া পর্যন্ত এই ‘রক্ষাকবচ’ থাকবে পার্থ চট্টোপাধ্যায়ের।
সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেওয়ার পরেই তড়িঘড়ি ডিভিশন বেঞ্চে যান মন্ত্রীর আইনজীবীরা। এরপরেই ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের সিদ্ধান্ত জানায়। বুধবার সকালে কোর্ট শুরু হলে সমস্ত তথ্য দেখবেন ডিভিশন বেঞ্চ। তারপর পরবর্তী সিদ্ধান্ত এমনটাই জানা যাচ্ছে।