মেয়ের শ্লীলতাহানি আটকাতে গিয়ে মৃত্যু বাবার
কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট
সাইকেল চালিয়ে টিউশন থেকে ফেরার পথে শ্লীলতাহানির ঘটনা। প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে মারার অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার খড়ুবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের নস্করপুর মন্ডলপাড়া এলাকার ঘটনা। মৃত ব্যক্তির বয়স ৩৪
মৃতের পরিবারের দাবি, তাদের মেয়ে টিউশন পড়ে বাড়ি ফিরছিল। তখনি এলাকার কয়েকজন পথ আটকায়। সাইকেল ফেলে ছুটে বাড়ি চলে আসে দশম শ্রেণির পড়ুয়া মেয়ে। ওঁর বাবাকে সব বলতেই পাড়ার ওই যুবকদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। এরপরেই ওই যুবকরা বেধড়ক মারধোর করে। রাতেই শ্যামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে উলুবেড়িয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃতু হয়। তিন যুবক ছিল। ওদের নামে শ্যামপুর থানায় অভিযোগ করা হয়েছে।
পরিবার সূত্রে আরো জানা গেছে, অভিযুক্তরা এলাকার যুবক। মেয়েটি রাত সাড়ে আটটা নাগাদ বাবার সঙ্গে বাড়ি ফেরে এটা ওরা জানতো। সোমবার রাতে ওর বাবা পাশের মাঠে গিয়েছিল। তাই সাইকেল চালিয়ে একাই ফিরছিল। তখনি গোসুরোরধার এলাকায় তিন মাথা মোড়ে পথ অভিযুক্তরা পথ আটকায়। শ্লীলতাহানি করার চেষ্টা করে। প্রতিবাদ করায় ওর বাবাকে বেধড়ক মারধর করা হয়। হাসপাতালে রাতেই মৃত্যু হয়। ঘটনার বিষয় জানিয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী বাঙ্গালিয়া ঘটনার বিষয় সাংবাদিকদের জানিয়েছেন, “ঘটনায় ২ যুবকের নামে অভিযোগ দায়ের হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যজন পলাতক। অভিযুক্তরা সম্পর্কে দুই ভাই। পকসো আইনে মামলা দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে।”