‘মাঠ বদলায় কিন্তু জেদ বদলায় না’ তিনি দ্য কিং বিরাট কোহলি
কল্যাণ অধিকারী
বিরাট কোহলি নামটা-ই একটা আত্মবিশ্বাসের। যেকোন ফর্মাটে একাই একশো তিনি। সময়ের সঙ্গে গা ভাসিয়ে এবার ৩৪-এ পা রাখলেন ‘দ্য কিং’। জন্মদিনের একরাশ শুভেচ্ছা।
সর্বকালের সেরা ক্রিকেটার সচিন তেন্ডুলকারের পর তাঁকেই অনেকে রাখেন। বিতর্ক থাকলেও আমার চোখে অন্তত সঠিক ‘দ্য কিং’। মাঠে ফিল্ডিং করার সময় বিশ্বের অন্যতম আগ্রাসী। প্রতিটি মুভমেন্টকে ক্যামেরা বন্দি করা হয়। এক ঝলক স্ক্রিনে দেখালেই স্টেডিয়াম জুড়ে দর্শকদের উদ্বেল বেড়ে যায়। এমন চিল-চিৎকার হয় বোঝাই যায় কেন তিনি ‘দ্য কিং’।
তাঁকে নিয়ে আবেগের শেষ নেই। এই ধরুন পাকিস্তান ম্যাচের কথা। সিডনিতে অনবদ্য উইনিং ইনিংস খেলে পাকিস্তানের মুখ থেকে ম্যাচ ছিনিয়ে নেন তিনি। বুঝিয়ে দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার এখনো ‘দ্য কিং’। তারপরও তাঁর অফ ফর্ম নিয়ে লাগাতার খোঁচা দেওয়া নিন্দুকেদের সংখ্যাও নেহাত কম নয়। পারফমেন্স দিতেই তাঁদের এক ধাক্কায় বোলতি বন্ধ করে দিয়েছেন। এশিয়া কাপ থেকেই তরতরিয়ে এগোচ্ছে ক্রমতালিকা। এইভাবে এগোলে টি২০ বিশ্বকাপ ট্রফি নিয়েই অস্ট্রেলিয়া থেকে মুম্বইয়ের বিমান ধরবেন টিম ইন্ডিয়া।
বিতর্ক চলুক, সেরার সেরাটা দিয়েই বিতর্কের অবসান করে এগিয়ে চলুক ‘দ্য কিং’। সেই সঙ্গে সহ খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে কোহলির ভূমিকা বাকিদের শিক্ষা দিক। একজন ব্যক্তিত্বের পরিচয় রাখেন তিনি। তাঁর ব্যাটে রান, ফিল্ডিংয়ের সময় দুরন্ত ক্যাচ নেওয়া, সহ খেলোয়াড় দুরন্ত বোলিংয়ে উইকেট আসলেই আগ্রাসী রূপ দেখানো চলুক। এই কারণেই তো নেটদুনিয়ায় উপচে পড়া প্রশংসা মেলে। তাই হয়তো ‘মাঠ বদলায় কিন্তু জেদ বদলায় না তিনিই তো ভারতীয় ক্রিকেটের বি-রা-ট কোহলি ওরফে ‘দ্য কিং।
collected pic